রাঁচি, 27 অগস্ট: বিধায়ক পদ বাতিল হবে কি না, তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে আর থাকতে পারবেন কি না, এই নিয়ে জল্পনার মাঝেই চমক দিলেন হেমন্ত সোরেন ৷ শনিবার তাঁর সমর্থনে থাকা জোটের বিধায়কদের নিয়ে নৌ-ভ্রমণ করলেন ঝাড়খণ্ডের বিধায়ক হেমন্ত ৷ পদ খারিজ নিয়ে চাপে থাকলেও অন্তত প্রকাশ্যে ধরা দিলেন খোশমেজাজে (CM Hemant Soren on boat ride with MLAs) ৷
শনিবার সকালে তাঁর বাসভবনে সরকার পক্ষের সমস্ত বিধায়ককে বৈঠকে ডেকেছিলেন হেমন্ত সোরেন (Jharkhand CM Hemant Soren) ৷ বৈঠকে যোগ দেন ক্ষমতাসীন জোটের জেএমএম, কংগ্রেস ও আরজেডি বিধায়করা ৷ এরপরেই গোটা ঘটনাক্রমের নাটকীয় পট পরিবর্তন হয় ৷ তিনটি বাসে করে হেমন্তের বাসভবন ছাড়েন বিধায়করা ৷ বাসে ছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজেও ৷ এরপরেই ছড়ায় জল্পনা ৷ মনে করা হচ্ছিল, সরকার বাঁচাতে ও বিধায়ক কেনাবেচা রুখতে তাঁর পক্ষে থাকা বিধায়কদের নিয়ে পশ্চিমবঙ্গ বা ছত্তিশগড়ের অজানা কোনও গন্তব্যে রওনা হয়েছেন হেমন্ত (buses carrying Jharkhand MLAs seen leaving CM residence) ৷