কৈমুর (বিহার), 14 নভেম্বর: ভারতে যেভাবে জাঁকজমকের সঙ্গে বিয়ের আসর বসে, তা সারা পৃথিবীতে বিখ্য়াত ৷ এ দেশের বিভিন্ন প্রদেশে বিয়ের নিয়ম, কানুন ভিন্ন ৷ সেইসঙ্গে থাকে হাজারো আচার, চমক ৷ বিহারও (Bihar) তার ব্যতিক্রম নয় ৷ ভারতের প্রচলিত বিয়ের রীতি অনুসারে, পাত্রীর বাড়িতে বিয়ে করতে হাজির হয় পাত্র ৷ সঙ্গে থাকে বরযাত্রী ৷ আবার বিয়ের পর নতুন বউ নিয়ে ঘরে ফেরে বর ৷ এই যাওয়া এবং আসা, দুই সময়েই শোভাযাত্রার আয়োজন করা হয় ৷ সেই শোভাযাত্রায় বাকিরা হাঁটলেও নবদম্পতি থাকে গাড়িতে ৷ এর জন্য অধিকাংশ সময়েই মোটরগাড়ি, আবার কখনও বা ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয় ৷ কিন্তু, বিহারের কৈমুরের বাসিন্দাদের পছন্দ একটু আলাদা ৷ তাঁরা বর-বউ আনার জন্য যে গাড়ি ব্যবহার করছেন, তার আকার একেবারে হেলিকপ্টারের মতো (Helicopter Shape Car) ! বিয়ের অনুষ্ঠানে এই গাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে ৷
কৈমুর জেলার মোহানিয়া শহরেই এই ধরনের গাড়ি বানানো হচ্ছে ৷ সাধারণ এসইউভি-কেই হেলিকপ্টারের আকারে পরিবর্তিত করে নেওয়া হচ্ছে ৷ এই গাড়ির সামনের বনেট একটু সূচালো, ছাদের উপর রয়েছে একটি উঁচু প্ল্যাটফর্ম এবং প্রপেলারের আকার বিশিষ্ট ব্লেড ৷ আর পিছনে রয়েছে একটি ছোট্ট লেজ ! হেলিকপ্টারের আকৃতি বিশিষ্ট এই গাড়ির নাম দেওয়া হয়েছে, 'দুলহন চলে সসুরাল' (কনে চলল শ্বশুরবাড়ি) ৷ এমন নামকরণের সঙ্গে ভারতীয় বৈবাহিক রীতির আবেগ জড়িয়ে রয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা ৷ আর সেই কারণেই হু হু করে বাড়ছে এই 'হেলিকপ্টার গাড়ি'র জনপ্রিয়তা ৷