কোহিমা, 2 মার্চ: ইতিহাস তৈরি হল নাগাল্যান্ডের রাজনীতিতে ৷ এই প্রথম কোনও মহিলা বিধায়ক পেল উত্তর-পূর্বের এই রাজ্য ৷ বৃহস্পতিবার ফল ঘোষণা হয়েছে নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ৷ ডিমাপুর-3 বিধানসভা আসন থেকে জয়ী হয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি বা এনডিপিপি (NDPP) এর প্রার্থী হেকানি জাখালু (Hekani Jakhalu) ৷
48 বছর বয়সি হেকানি জয়ী হয়েছেন 1 হাজার 536 ভোটে ৷ তিনিই হলেন প্রথম মহিলা যিনি নাগাল্যান্ডের বিধানসভার সদস্য হলেন ৷ পেশায় একজন আইনজীবী হেকানি জাখালু ৷ নাগাল্যান্ডের 60টি বিধানসভা আসনে এবার মোট প্রার্থীর সংখ্যা ছিল 183 জন ৷ তাঁদের মধ্যে 4 জন ছিলেন মহিলা প্রার্থী ৷ মার্কিন মুলুক থেকে পড়াশোনা শেষ করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়েন হেকানি জাখালু ৷ এই সংস্থাটি নাগাল্যান্ডে যথেষ্ট জনপ্রিয় ৷ এর আগে নারী শক্তি পুরস্কারেও সম্মানিত হয়েছেন হেকানি জাখালু (Nagaland gets first woman MLA)৷