নয়াদিল্লি, 5 মার্চ: বিকৃত কামের আরও একটি জঘন্য ঘটনা জাতীয় রাজধানী দিল্লিতে ৷ এবারেও হরি নগরের ইন্দ্রপুরী এলাকায় ৷ একটি পথ কুকুরকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে (Heinous Crime With Stray Dog) ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইন্দ্রপুরী এলাকায় ৷ গত 2 মার্চের ঘটনায় পুশু সুরক্ষা সংগঠনগুলির তরফে ইন্দ্রপুরী থানায় শনিবার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে ৷
উল্লেখ্য, গত 2 মার্চ সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ সেখানে দেখা যায়, একটি সারমেয়কে নিজের লালসার শিকার বানাচ্ছেন এক ব্যক্তি ৷ সেই ভিডিয়ো মুহূর্তের মধ্যে ইন্দ্রপুরী ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে ৷ বিষয়টি পশু সুরক্ষায় কাজ করা দিল্লির বিভিন্ন সংগঠনের নজরেও আসে ৷ তারা খোঁজ নিয়ে জানতে পারেন, সেই ভিডিয়োটি ইন্দ্রপুরীর হরি নগর এলাকার ৷ এর পরেই বেশ কয়েকটি পশু সুরক্ষায় কাজ করা সংগঠন একত্রিত হয়ে ইন্দ্রপুরী থানায় অভিযোগ দায়ের করে ৷ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অ্যানিমেল ক্রুয়েলটি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে শনিবার ৷