চণ্ডীগড়, 10 মার্চ :অন্তর্কলহের পরিণাম কী মারাত্মক হতে পারে পঞ্জাবে তা হাড়ে-হাড়ে টের পেল কংগ্রেস ৷ আপ ঝড়ে পঞ্চনদের দেশে ভেঙে খান খান ‘হাত’ ৷ একইসঙ্গে কংগ্রেসের প্রায় সকল হেভিওয়েটদের পতন দেখল পঞ্জাব ৷ দু'টি কেন্দ্র (ভাদৌর, চামকৌর সাহিব) থেকেই হারলেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi losses from his both constituency), পরাজিত প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংও ৷
ক্যাপ্টেন অমরিন্দরের সঙ্গে সংঘাতে জড়িয়ে চান্নি শীর্ষ নেতৃত্বের আশীর্বাদ পেয়েছিলেন ৷ কিন্তু অমৃতসর পূর্ব থেকে পুনরায় মানুষের জনসমর্থন পেতে ব্যর্থ আরেক হেভিওয়েট নভজোৎ সিং সিন্ধু ৷ প্রসঙ্গত, সিধুর সঙ্গে বিবাদে জড়িয়েই মুখ্যমন্ত্রীত্ব ছাড়তে হয়েছিল ক্যাপ্টেনকে ৷ অপমানে কংগ্রেস ছেড়ে নয়া দল পঞ্জাব লোক কংগ্রেস গঠন করেও মানুষের সমর্থন আদায়ে ব্যর্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ পাতিয়ালা (আর্বান) কেন্দ্র থেকে আপ নেতা অজিত পাল সিং কোহলির কাছে আউট হলেন ক্যাপ্টেন (Captain Amrinder Singh lost to AAP's Ajit Pal Singh Kohli) ৷ যদিও তাঁর এই হারকে 'গণতন্ত্রের জয়' বলে আখ্য়া দিয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷