পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Heavy Snowfall in Uttarakhand: রুদ্রপ্রয়াগ থেকে কেদারনাথ, পুরু বরফের চাদরে মুড়ল উত্তর ভারত - Mini switzerland in India

প্রবল তুষারপাতে জেরবার উত্তর ভারতের একাধিক এলাকা (Heavy Snowfall in Rudraprayag)৷ রুদ্রপ্রয়াগ থেকে শুরু কেদারনাথ, বরফে মুড়ল উত্তরাখণ্ড ৷ মরশুমের প্রথম বরফ পেল কার্তিক স্বামীর মন্দিরও ৷

Etv Bharat
উত্তরাখণ্ডে তুষারপাত

By

Published : Jan 20, 2023, 11:02 PM IST

বরফের সৌন্দর্যে মুড়ল উত্তর ভারতের একাধিক জায়গা

রুদ্রপ্রয়াগ, 20 জানুয়ারি: মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত (Mini Switzerland in India)কেদারঘাটির পর্যটন কেন্দ্র চোপ্তা-দুগলবিত্তায় শুরু হয়েছে মরশুমের প্রথম তুষারপাত ৷ আর এই তুষারপাতের পরই পর্যটকরা ঘুরছেন চোপ্তায় ৷ এখানে প্রথম তুষারপাত হয়েছে এক ফুটেরও বেশি ৷ যার জেরে চোপ্তা-বদ্রীনাথ মহাসড়কে বন্ধ রয়েছে যান চলাচল ৷ এখানে গাছ থেকে শুরু করে যানবাহন, বাড়িঘরও বরফে ঢেকে গিয়েছে ৷ এর পাশপাশি কেদারনাথ ধাম, শিব-শক্তি বিবাহস্থল ত্রিযুগিনারায়ণ ও কার্তিক স্বামী তীর্থেও প্রবল তুষারপাত হচ্ছে ৷

কেদারনাথ ধামেও তুষারপাত অব্যাহত (Kedarnath Snowfall) ৷ এই অবস্থায়ও কিছু সাধু কেদারনাথ ধামে শঙ্করের তপস্যায় মগ্ন থাকেন, তাই আইটিবিপি ও পুলিশ কর্মী মোতায়েন রয়েছে এই তীব্র তুষারপাতের মধ্যেও ৷ বনফায়ার থেকে শুরু করে রেশন, নিরাপত্তা কর্মীদের প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে ৷ মার্চের শেষ পর্যন্ত কেদারনাথ ধামে তুষারপাত হবে ৷ যার জন্য প্রশাসন ইতিমধ্যেই ধামে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সাধুদের রেশন সরবরাহ করছে যাতে তাঁদের কোনও সমস্যা না হয় ৷

আরও পড়ুন :প্রবল বরফবৃষ্টিতে জ্বলজ্বল করছে তুষারশুভ্র কেদারনাথ ধাম

এছাড়াও কার্তিক স্বামী মন্দির, উত্তর ভারতের একমাত্র তীর্থস্থান যা ভগবান কার্তিককে উৎসর্গ করা হয়েছে ঋতুর প্রথম তুষারপাত হয়েছে সেখানে ৷ এই স্থানটি কনকছড়ি নামক গ্রামের কাছে ক্রঞ্চ পর্বতে অবস্থিত ৷ রুদ্রপ্রয়াগ থেকে প্রায় 36 কিমি দূরে কনাকাচেরিতে পৌঁছানোর পর প্রায় 4 কিমি আরোহণ এবং 40টি ধাপ বেয়ে কার্তিক স্বামী মন্দিরে পৌঁছনো যায় ৷ এই মন্দিরে শত শত ঘণ্টা ঝোলানো রয়েছে ৷ বলা হয়, এই মন্দিরের ঘণ্টার আওয়াজ 800 মিটার পর্যন্ত শোনা যায় ৷

ক্রোঞ্চ পাহাড়ের চারপাশের এই দৃশ্যটি খুব সুন্দর ৷ বিখ্যাত হিমালয় পর্বতমালা, ত্রিশূল, নন্দাদেবী ইত্যাদি এখান থেকে দেখা যায় ৷ দক্ষিণ ভারতে কার্তিক স্বামীকে মুরুগান স্বামী নামেও অনেক মন্দিরে পূজা করা হয় ৷ তবে উত্তরাখণ্ডে কার্তিক স্বামীর একটি মাত্র মন্দির রয়েছে এবং বলা হয় যে এটিই সেই মন্দির যেখান থেকে কার্তিক স্বামীর দক্ষিণে যাত্রা শুরু হয়েছিল ৷

বর্তমানে পুরো রুদ্রপ্রয়াগ জেলায় তুষারপাত হচ্ছে ৷ এই তুষারপাত উপভোগ করতে শিব-পার্বতীর বিবাহস্থল ত্রিযুগিনারায়ণ এবং পর্যটন কেন্দ্র বাধনিতালে আসছেন পর্যটকরা ৷ রুদ্রপ্রয়াগের জেলাশাসক ময়ূর দীক্ষিত এই বিষয়ে জানান, তুষারপাত ও আবহাওয়ার উপর কড়া নজর রাখছে প্রশাসন ৷ আশ্রয়কেন্দ্র ও উষ্ণ কম্বলের ব্যবস্থা করা হয়েছে ৷ কেউ যাতে বাইরে না থাকে তার জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন :বরফের চাদরে ঢাকা সিমলা, ঠান্ডা বাড়তেই হিমাচলমুখী পর্যটকরা

ABOUT THE AUTHOR

...view details