পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারী বৃষ্টিপাতে জলমগ্ন দক্ষিণ তামিলনাড়ু, বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজে ভারতীয় সেনা - Heavy rainfall in Tamil Nadu

Flood Crisis in Tamil Nadu: তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের ফলে তিরুনেলভেলি এবং থূথুকুদী-সহ বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির দেখা দিয়েছে । ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার ব্যাপকহারে উদ্ধার কাজ চালাচ্ছে ও ত্রাণ পৌঁছে দিচ্ছে । উদ্ধারকার্যে হাত লাগিয়েছে ভারতীয় সেনাও ৷

Heavy rainfall in Tamil Nadu
বন্যা পরিস্থিতি তামিলনাড়ু

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 12:40 PM IST

Updated : Dec 19, 2023, 1:13 PM IST

ভারী বৃষ্টিপাতে জলমগ্ন দক্ষিণ তামিলনাড়ু

চেন্নাই (তামিলনাড়ু), 19 ডিসেম্বর: গত 24 ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ তামিলনাড়ু ৷ ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ এই অবস্থায় রাজ্য ও কেন্দ্রীয় সরকার যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে ৷ ব্যাপকহারে উদ্ধারকার্য চলছে ৷ আকাশ মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণও ৷ উদ্ধারকারী দলের পাশাপাশি এই কাজে হাত লাগিয়েছে ভারতীয় সেনা ৷

বায়ুসেনা এক্সে একটি পোস্টে বলেছে, "তামিলনাড়ুতে গত 24 ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টিপাত হয়েছে, যা তিরুনেলভেলি এবং থূথুকুদী জেলায় ব্যাপক বন্যার সৃষ্টি করেছে ৷ আইএএফ দ্রুত উদ্ধার কাজে নেমেছে ৷ এয়ার ফোর্স স্টেশন সুলুরকে মানবিক সহায়তা ও দুর্যোগ কবলিতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ৷ বর্তমানে এমআই-17 ভি5 হেলিকপ্টার উদ্ধারের কাজ করছে ৷"

জানা গিয়েছে, সেনা তামিলনাড়ুর ভাসাইপুরমের বন্যা কবলিত এলাকা থেকে 118 জনকে ইতিমধ্যে উদ্ধার করেছে । থূথুকুদীর ভাসাভাপ্পাপুরম এলাকা থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে উদ্ধারের কাজ করছে । ভারতীয় সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "তামিলনাড়ুতে লাগাতার বৃষ্টির কারণে ভারতীয় সেনাবাহিনীর ত্রাণ কলামটি তামিলনাড়ুর ভাসাইপুরমে সক্রিয় করা হয়েছিল । রাত 9টা 30 মিনিট পর্যন্ত প্রথম কলামের মাধ্যমে 17 জন মহিলা এবং শিশু-সহ আরও 13 জনকে বন্যা কবলিত সরিয়ে নেওয়া হয়েছে । দ্বিতীয় কলামে একজন গর্ভবতী-সহ 12 জন মহিলা, একটি সদ্যজাত-সহ 6 শিশু এবং 12 জন অন্যান্যকে উদ্ধার করা হয়েছে । একই সঙ্গে 26 মহিলা, 10 শিশু এবং 28 জনকে তৃতীয় কলামে সরিয়ে নিয়ে আসা হয়েছে ৷"

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) আধিকারিকরাও মঙ্গলবার তামিলনাড়ুর থূথুকুদী এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছেন । তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নয়াদিল্লি থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দক্ষিণ তামিলনাড়ুর বন্যা পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছেন । বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব শিব দাস মীনা, মনিটরিং অফিসার এবং সংশ্লিষ্ট জেলা কালেক্টররা । মীনা আটকে পড়া লোকদের উদ্ধারে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনীর সহায়তারও অনুরোধ করেছেন। তিনি বলেন, "তামিলনাড়ুতে নজিরবিহীন বন্যা ও বৃষ্টিপাতের জন্য ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনাকে সাহায্য করার জন্য ডাকা হয়েছে ।" আগের দিন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছিলেন, তিনি বন্যা-বিধ্বস্ত জেলাগুলিতে দলীয় নেতাদের ত্রাণের কাজে সহায়তা করার জন্য নির্দেশ দিয়েছেন । (সংবাদ সূত্র-এএনআই)

আরও পড়ুন:

  1. তামিলনাড়ুর দক্ষিণ অংশে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, বাতিল বন্দে ভারত-সহ বহু ট্রেন
  2. ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত তামিলনাড়ুর পাশে থাকার বার্তা মমতার; ত্রাণ তহবিল চেয়ে মোদিকে চিঠি স্টালিনের
  3. চেন্নাইয়ে বন্যা পরিস্থিতির শিকার আমির খান, লাইফ বোটে উদ্ধার করা হল অভিনেতাকে
Last Updated : Dec 19, 2023, 1:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details