চেন্নাই, 1 নভেম্বর: বৃষ্টিতে জলমগ্ন তামিলনাড়ু ৷ মঙ্গলবারও অব্যাহত ছিল বৃষ্টি ৷ ফলে রাজধানী চেন্নাই এবং আশেপাশের বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে (Heavy Rainfall) । মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin) আজ সচিবালয়ে শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করবেন, যেখানে বর্ষাকালীন সতর্কতা নিয়ে পর্যালোচনা করা হবে ৷
জানা গিয়েছে, তামিলনাড়ুর ধমনী আন্না সালাইয়ের আশেপাশে বেশ কয়েকটি অঞ্চল, পুলিয়ানথোপের বেশকিছু অংশ-সহ উত্তর চেন্নাইয়ের জনাকীর্ণ এলাকা, যেখানে শহর ও শহরতলির দক্ষিণ অংশ প্লাবিত হয়েছে ৷ যার ফলে যানজট দেখা দিয়েছে ৷ চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর, চেঙ্গেলপেট, নাগাপট্টিনম, থাঞ্জাভুর এবং তিরুভারুর জেলায় স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে । জানা গিয়েছে, অফিস চলাকালীন বেশ কয়েকটি সড়ক জলমগ্ন হয়ে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ রাজ্যের উপকূলীয় এবং কাবেরী ব-দ্বীপ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে ।
বৃহত্তর চেন্নাই কর্পোরেশন (Greater Chennai Corporation) সূত্রে জানা গিয়েছে, কে কে নগর-রাজামন্নর সালাইতে বৃষ্টির জল আটকে নেই ৷ গণেশাপুরমের মতো সাবওয়েগুলিতে এই জল যাতে দাঁড়িয়ে না-থাকে তার প্রস্তুতি নেওয়া হয়েছে ৷ কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে বন্যা পর্যবেক্ষণ ক্যামেরা বসিয়েছে ৷ কিছু জায়গায় কাজের উন্নতিও হয়েছে ৷ এখনও কাজ চলছে ৷ চেন্নাই মেট্রোরেল ফেজ-2 প্রকল্পের (Chennai Metro Rail Project Phase II) আওতায় বিভিন্ন সড়কে ব্যারিকেড দেওয়া হয়েছে ৷ বেশ কয়েকটি সাবওয়ে এবং রাস্তা যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন:জলের তোড়ে ভেঙে পড়ল দোতলা বাড়ি, দেখুন ভিডিয়ো
মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (M K Stalin) আজ সচিবালয়ে শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করবেন, যেখানে বর্ষাকালীন সতর্কতা নিয়ে পর্যালোচনা করা হবে জানা গিয়েছে ৷ প্রসঙ্গত, তামিলনাড়ুতে 29 অক্টোবর থেকে উত্তর-পূর্ব মৌসুমী বৃষ্টি শুরু হয়েছে । দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এবং শ্রীলঙ্কার উত্তর উপকূলে অবস্থিত একটি উচ্চ বায়ু তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটাচ্ছে ।