মুম্বই, 16 জুলাই :প্রবল বৃষ্টিতে আবারও বানভাসি মায়ানগরী ৷ গতরাত থেকে নাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকা ৷ বিভিন্ন রাস্তায় হাঁটুর উপরে জল ৷ ডুবে গিয়েছে রেল লাইনও ৷ এর ফলে সম্পূর্ণ বিপর্যস্ত জনজীবন ৷ সড়কপথে যান চলাচলের গতি মন্থর ৷ কমেছে লোকাল ট্রেনের গতিও ৷ আগামী 24 ঘণ্টা মুম্বই ও শহরতলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ তবে প্রত্যন্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ৷
গতকাল রাত থেকে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে মুম্বইয়ের বিভিন্ন এলাকায় ৷ দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে চলা বৃষ্টিতে ভেসে গিয়েছে সিয়ন, বান্দ্রা, আন্ধেরি, সান্তাক্রুজের মতো বিভিন্ন এলাকা ৷ সিয়ন রেলস্টেশনের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ৷ সেখানে দেখা যাচ্ছে, বৃষ্টির জলে ঢেকে গিয়েছে রেললাইন ৷ ধীর গতিতে এগোচ্ছে লোকাল ট্রেন ৷ সেন্ট্রাল রেলওয়ের তরফে সকাল 9.30টা নাগাদ জানানো হয় যে, মেইন লাইন ও হার্বার লাইনে ট্রেন 20-25 মিনিট করে দেরিতে চলছে ৷ তবে ট্রান্স হার্বার লাইন ও ফোর্থ করিডরে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে ৷