পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Delhi Heavy Rain and Thunderstorm : ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, গাছ উপড়ে বন্ধ রাস্তা; ব্যাহত বিমান পরিষেবা - ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি

ভোর থেকে শুরু হওয়া ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি ৷ রাস্তাঘাটে জল জমে, গাছ ভেঙে যানজট তৈরি হয়েছে রাজধানীতে ৷ সেই সঙ্গে বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে (Heavy Rain and Thunderstorm Hit Delhi Flight Operations are Affected) ৷ বিদ্যুৎহীন হয়ে পড়েছে দিল্লি ও তার সংলগ্ন অঞ্চল ৷

Heavy Rain and Thunderstorm Hit Delhi Flight Operations are Affected
Heavy Rain and Thunderstorm Hit Delhi Flight Operations are Affected

By

Published : May 23, 2022, 11:47 AM IST

নয়াদিল্লি, 23 মে : সোমবার ভোর থেকে শুরু হওয়া ঝড় এবং বৃষ্টির জেরে বিপর্যস্ত রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকার জনজীবন (Heavy Rain and Thunderstorm Hit Delhi Flight Operations are Affected) ৷ এমনকি দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে পরিষেবাও ব্যাহত হয়েছে ৷ মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, দিল্লি ও তার আশেপাশের অঞ্চলে ঘণ্টায় 60-90 কিলোমিটার বেগে ঝড় হয়েছে ৷ যার ফলে গাছ পড়ে দিল্লির একাধিক রাস্তা বন্ধ হয়ে যায় ৷ ফলে সপ্তাহের প্রথমদিনেই তীব্র যানজট তৈরি হয় রাজধানী ও তার আশেপাশের অঞ্চলে ৷

মৌসম ভবন জানিয়েছে, এ দিন ভোর সাড়ে 5টা থেকে সকাল 7টা পর্যন্ত এই ঝড়বৃষ্টি চলে ৷ সকাল 7টার পর ঝড় থেমে গেলেও, হাওয়ার দাপট রয়েছে ৷ বৃষ্টির জেরে শহরের তাপমাত্রা এক ধাক্কায় 11 ডিগ্রি নেমে গিয়েছে ৷ যেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রিতে নেমেছে ৷ দফায় দফায় বৃষ্টি হয়েই চলেছে ৷ যার জেরে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে গিয়েছে ৷

আচমকা এই ঝড়বৃষ্টির কারণে দিল্লির অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ চলে গিয়েছে ৷ যদিও এর ফলে শাপে বর হয়েছে বলেই মনে করছে দিল্লি পৌরনিগম ৷ কারণ, গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে রয়েছে রাস্তায় ৷ কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক থাকলে বড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল ৷

আরও পড়ুন : West Bengal Weather Update : কলকাতায় আইপিএল প্লে-অফেও বৃষ্টির ভ্রুকুটি, ভাসবে উত্তরবঙ্গও

এই পরিস্থিতিতে রাজধানীতে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে ৷ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়বৃষ্টির কারণে সব বিমান দেরিতে চলছে ৷ এমনকি ভোরের বেশ কিছু বিমান বাতিল করে দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সংশ্লীষ্ট বিমানসংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলেছে ৷ বিমানসংস্থার তরফেই বিমানের পরিবর্তিত সময়সূচি জানিয়ে দেওয়া হবে ৷ বিমান সংস্থাগুলিও যাত্রীদের উদ্দেশ্যে টুইট করেছে ৷ যেখানে বলা হয়েছে, খারাপ আবহাওয়ার জন্য বিমান ওড়া এবং অবতরণে ব্যাঘাত ঘটছে ৷ তাই অনুরোধ করা হয়েছে, যাত্রীরা যেন লাগাতার তাঁদের বিমানের অবস্থান সম্পর্কে খোঁজ খবর নিতে থাকেন সংস্থার থেকে ৷

ABOUT THE AUTHOR

...view details