অমরাবতী, 13 সেপ্টেম্বর: সিআইডি-র দাখিল করা দুর্নীতি মামলা খারিজের আবেদন করেছিলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ বুধবার সেই মামলার শুনানি 19 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেল ৷ মুখ্যমন্ত্রী থাকাকালীন চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে স্কিল ডেভলপমেন্ট দফতরের 371 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ যে মামলায় চন্দ্রবাবুকে গত শনিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয় ৷ আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি ৷
জানা গিয়েছে, অন্ধ্র-হাইকোর্টে মামলার শুনানিতে সিআইডি'র তদন্তকারী আধিকারিকরা সময় চেয়েছেন ৷ মামলা খারিজের যে আবেদন চন্দ্রবাবু নাইডু করেছেন, তার জবাব দেওয়ার জন্য আদালতের কাছে সময় চেয়েছিল সিআইডি ৷ সেই আবেদন অনুযায়ী, বিচারপতি তদন্তকারী সংস্থাকে 19 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন ৷ ওই দিনই মামলাটির শুনানি শুরু হবে ৷ 19 সেপ্টম্বর হাইকোর্টে শুনানি না-হওয়া পর্যন্ত অন্ধ্রপ্রদেশের এসিবি আদালত এই মামলা নিয়ে কোনও শুনানি করতে পারবে না ৷ উল্লেখ্য, সিআইডি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেফাজতে চেয়ে এসিবি আদালত আবেদন করেছিল ৷ সেই আবেদনের শুনানিতে স্থগিতাদেশ দিয়েছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ৷