পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jharkhand Shocker: অমানবিক! মৃত সদ্যোজাতকে আবর্জনার সঙ্গে পুড়িয়ে দিলেন স্বাস্থ্যকর্মীরা - স্বাস্থ্যকর্মী

মর্মান্তিক ঘটনার সাক্ষী ঝাড়খণ্ড ৷ মৃত সদ্যোজাতকে আবর্জনার সঙ্গে পুড়িয়ে দিল হাসপাতাল ৷ শুরু হয়েছে তদন্ত।

Jharkhand Shocker
মৃত সদ্যোজাতকে আবর্জনার সঙ্গে পুড়িয়ে দিলেন স্বাস্থ্যকর্মীরা

By

Published : Jun 11, 2023, 10:12 AM IST

মাঝিয়ান (ঝাড়খণ্ড), 11 জুন:"এ কোন সকাল রাতের থেকেও অন্ধকার..." বাংলা গানের এই লাইনটা মাঝেমধ্যেই ভাবায়! রবিবারের সকালে নতুন করে এমনই ভাবনায় ডুবল দেশ ৷ চিকিৎসা থেকে স্বাস্থ্য় ব্যবস্থার গাফিলতি ঠিক কতটা নির্মম হতে তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ঝাড়খণ্ড ৷ মাঝিয়ানে একটি স্বাস্থ্যকেন্দ্রে এক গর্ভবতী নারী মৃত সন্তানের জন্ম দেন ৷ পরিবারের লোকজন শেষকৃত্যের ব্যবস্থা করতে গিয়েছিলেন ৷ ওইটুকু সময়ের মধ্যেই হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা আবর্জনার সঙ্গে সদ্যোজাতকে পুড়িয়ে ফেললেন ! এই ঘটনায় নিন্দায় ঝড় নানা মহলে ৷

পুলিশ সূত্রে খবর, মাঝিয়ানের একটি স্বাস্থ্যকেন্দ্রে শনিবার প্রসবযন্ত্রণা নিয়ে ভরতি হন মধুদেবী । তিনি মাঝিয়ানের বাসিন্দা ৷ সেখানেই তিনি সন্তানের জন্ম দেন ৷ কিন্তু ভাগ্যের ফেরে সেই সন্তানের দেহে প্রাণ ছিল না ৷ খবর জানাজানি হতেই স্বভাবতই ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ৷ সদ্যোজাতর শেষকৃত্যের জন্য বাজার থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়েছিলেন পরিজনরা ৷ সেই হাসপাতালেই মৃত সন্তানকে তাঁরা রেখে গিয়েছিলেন ৷ ফিরে এসে তাঁরা যা দেখলেন তাতে হতভম্ব হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না ৷ পরিজনরা দেখলেন হাসপাতালের বাইরের একটি জায়গায় আবর্জনা পুড়ছে ৷ সেখানেই ফেলে দেওয়া জিনিসের সঙ্গে পুড়ছে সদ্যোজাতর দেহ ৷ বিষয়টি ঠিক কী তা বোঝার আগেই শরীরের প্রায় অনেকটাই পুড়ে গিয়েছিল ৷

আরও পড়ুন:মাসির বাড়িতে দাদার লাগাতার ধর্ষণের শিকার! মৃত্যু মগরাহাটের নাবালিকার

সেখান থেকে তাকে উদ্ধার করা হয় ৷ স্বভাবতাই হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় ৷ দায়িত্বে থাকা মার্স নাকি অন্যকোনও স্বাস্থ্যকর্মীর গাফিলতিতে এমন মর্মান্তিক ঘটনা ঘটল তা স্পষ্ট নয় ৷ মর্মান্তিক এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি ৷ তবে সূত্রের খবর, স্বাস্থ্য দফতর পুরো ঘটনাটিতে তদন্তের নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি, এই ঘটনায় স্থানীয় মেডিক্যাল অফিসার ডাঃ গোবিন্দ শেঠ বলেন, "নবজাতকের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা উচিত ছিল, এই ঘটনা অত্য়ন্ত লজ্জাজনক। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

ABOUT THE AUTHOR

...view details