নয়া দিল্লি, 12 জুলাই : নমুনা সিকোয়েন্স (Sample Sequence) করে কোভিড-19-এর ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের (Delta Plus variant) সংক্রমণ পাওয়া যায়নি, ত্রিপুরা থেকে পাঠানো নমুনাগুলি থেকে, রবিবার এ কথা জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ৷ ত্রিপুরায় ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টে সংক্রমণের সংখ্যা বেড়েছে ৷ তাই সরকার 152টি নমুনা হোল জিনোম সিকোয়েন্সের (Whole Genome Sequence, WGS) জন্য কল্য়াণীতে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্য়াল জিনোমিকস-এ (NIBMG) পাঠানোর কথা জানিয়েছিল ৷
আরও পড়ুন : Zika Virus : কেরালায় জিকায় আক্রান্ত 15, সংক্রমণ ঠেকাতে পদক্ষেপ স্বাস্থ্য দফতরের
এ বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে আরটি-পিসিআর টেস্টে (RT-PCR test) যাঁদের ফলাফল পজিটিভ এসেছে, নমুনাগুলি সেই সব মানুষের বলে জানিয়েছে মন্ত্রক ৷ রবিবার একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে (Official Release) জানানো হয়েছে ৷ এনআইবিএমজি, কল্য়াণীতে (NIBMG, Kalyani) ডব্লিউজিএস (WGS) করে 3টি নমুনায় বি.1.1.7 (B.1.1.7) সংক্রমণ পাওয়া গিয়েছে, 11টি নমুনায় বি.1.617.1 (B.1.617.1, Kappa) আর 138টি নমুনায় বি.1.617.2 (B.1.617.2, Delta) পজিটিভ রিপোর্ট এসেছে ৷ তবে মন্ত্রক জানিয়েছে যে, সিকোয়েন্স করা নমুনাগুলিতে ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টের (Delta Plus Variant) সংক্রমণ পাওয়া যায়নি ৷
কোভিড-19 সংক্রমণ নিয়ন্ত্রণে ত্রিপুরা সরকার শনিবার থেকে শনি-রবিবার কার্ফু (Weekend Curfew) জারি করেছে ৷ একটি সাংবাদিক বৈঠকে রাজস্ব সচিব (Revenue Secretary) তনুশ্রী দেব বর্মা (Tanushree Deb Barma) ঘোষণা করেন, "শনিবার দুপুর 12টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত ত্রিপুরায় উইকেন্ড কার্ফু জারি করা হচ্ছে ৷ স্বাস্থ্য মন্ত্রকের হিসেবে বর্তমানে ত্রিপুরায় কোভিড-19-এর 4231 টি অ্য়াকটিভ কেস পাওয়া গিয়েছে ৷"