নয়াদিল্লি, 18 নভেম্বর: ভারতের প্রায় 11 লক্ষ শিশু 2022 সালে তাদের হামের প্রথম টিকা পায়নি ৷ শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন দ্বারা প্রকাশিত একটি প্রতিবেদন এই তথ্য উল্লেখ করা হয়েছে ৷ যদিও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে রিপোর্টকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে ৷
কেন্দ্রের দাবি, এই প্রতিবেদন তথ্য় ও আসল পরিস্থিতিকে তুলে ধরেনি ৷ 2022 সালের 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত জাতীয় টিকাদান কর্মসূচির যে আনুমানিক লক্ষ্যমাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের তরফে ধরা হয়েছিল, তার ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে ৷
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অনুসারে, যোগ্য 2 কোটি 63 লক্ষ 84 হাজার 580 জন শিশুর মধ্যে মোট 2 কোটি 63 লক্ষ 63 হাজার 270 জন শিশু হামের টিকার প্রথম ডোজ পেয়েছে । 2022-23 অর্থবছরে (এপ্রিল 2022 থেকে মার্চ 2023) এবং 2022-23 সালে মাত্র 21 হাজার 310 জন শিশু হামের ভ্যাকসিনের প্রথম ডোজ পায়নি ৷
মন্ত্রকের আরও দাবি, যাতে সব শিশুই হামের টিকা পায়, সেই কারণে রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয়সাধন করে কাজ করা হচ্ছে ৷ এর জন্য মিশন ইন্দ্রধনুষ নামে একটি কর্মসূচি নেওয়া হয় ৷ এই কর্মসূচির 3.0 ও 4.0 করা হয় 2021 ও 2022 সালে ৷ এছাড়া টিকা দেওয়ার বয়স দুই থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে ৷ 2023 মিশন ইন্দ্রধনুষ 5.0 করা হচ্ছে ৷ দেখা সেখানে দেখা হচ্ছে পাঁচ বছর পর্যন্ত সব শিশুরা এই টিকা পেয়েছে কি না ৷