দিল্লি, 21 ডিসেম্বর : কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেনের জেরে ইংল্যান্ডে মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ৷ যে কথা স্বীকার করেছে ইংল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রক ৷ ইতিমধ্যে ইউরোপের অন্য দেশগুলি ইংল্যান্ড থেকে আসা উড়ানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ৷ এই অবস্থায় আজ দিল্লিতে জরুরি বৈঠকে বসছে দেশের স্বাস্থ্য মন্ত্রক ৷
সূত্রের খবর, ডিরেক্টর জেনেরাল অব হেল্থ সার্ভিসের ডাকা আজকের বৈঠক থাকবে এইমস, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ও হু-র (ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজ়েশন) প্রতিনিধিরা ৷ কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেনে স্পাইক প্রোটিন আরও সংক্রমক ৷ যা সংক্রমণের সংখ্যা বাড়াতে পারে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের ৷ তা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সোমবারের স্বাস্থ্য মন্ত্রকের বৈঠকে এই বিষয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷