পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

China Covid Spike: চিন-যুক্তরাষ্ট্রে ফের বাড়বাড়ন্ত কোভিডের, বুধে জরুরি বৈঠকে স্বাস্থ্যমন্ত্রক - Health Ministry calls emergency meeting

চিন, যুক্তরাষ্ট্র-সহ কয়েকটি দেশে কোভিডের বাড়বাড়ন্ত ফের ৷ সব দেখেশুনে আগাম সতর্ক হতে চাইছে ভারত ৷ তাই চিন-যুক্তরাষ্ট্রের পরিস্থিতি পর্যালোচনা করে বুধে জরুরি বৈঠক ডাকল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry calls emergency meeting on Wednesday) ৷

China Covid Spike
বুধে জরুরি বৈঠকে স্বাস্থ্যমন্ত্রক

By

Published : Dec 20, 2022, 11:11 PM IST

নয়াদিল্লি, 20 ডিসেম্বর:হঠাতই কোভিডের বাড়বাড়ন্ত চিনে (Covid Spike in China) ৷ মার্কিন যুক্তরাষ্ট্রও রয়েছে তালিকায় ৷ সব দেখেশুনে আগাম সতর্ক হতে চাইছে ভারত ৷ তাই চিন-যুক্তরাষ্ট্রের পরিস্থিতি পর্যালোচনা করে বুধে জরুরি বৈঠক ডাকল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry calls emergency meeting on Wednesday) ৷

কোভিডের নয়া প্রজাতির সন্ধান পেতে দেশের প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে পজিটিভ রিপোর্টের ক্ষেত্রে জিনোম সিক্যুয়েন্সিংয়ে জোর দিতে বলা হয়েছে ৷ এই মর্মে সমস্ত রাজ্যকে এদিন একটি চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ ৷

ভারত পঞ্চমস্তরীয় স্ট্র্য়াটেজিতে কোভিডের সঙ্গে মোকাবিলা করে ভাইরাসের যে কোনও প্রজাতিকে রুখতে সক্ষম ৷ এই মর্মে রাজ্যগুলিকে লেখা চিঠিতে পজিটিভ কেসের ক্ষেত্রে জিনোম সিক্যুয়েন্সিংয়ে জোর দেওয়ার কথা জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন:ক্ষমা চাইবেন না, 'কুকুর' ও 'বিড়াল' বিতর্কে নিজের অবস্থানেই অনড় খাড়গে

বুধের বৈঠক থেকে মন্ত্রক থেকে রাজ্যগুলির কাছে কিছু বার্তা দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে ৷ পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য চিন, যুক্তরাষ্ট্র, জাপান, ব্রাজিলের কোভিড পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ভারতের পরিস্থিতি পর্যালোচনা করবেন বলেও জানা গিয়েছে ৷ বেলা 11টা 30 মিনিটে শুরু হবে সেই পর্যালোচনা বৈঠক ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details