পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভিড টিকা নিয়ে দুর্নীতি করলে কড়া ব্যবস্থা: হর্ষ বর্ধন - করোনাভাইরাস

কোভিড মোকাবিলায় কী কী প্রস্তুতি নেওয়া প্রয়োজন তা খতিয়ে দেখতে এইমস পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ সেখানে তিনি কথা বললেন ডাক্তার ও রোগীদের সঙ্গে ৷

Health Minister Dr Harsh Vardhan visits AIIMS in the wake of COVID19 situation
কোভিড মোকাবিলায় 'আত্মবিশ্বাসী' স্বাস্থ্যমন্ত্রীর ঘুরে দেখলেন এইমস

By

Published : Apr 16, 2021, 1:09 PM IST

Updated : Apr 16, 2021, 1:17 PM IST

নয়াদিল্লি, 16 এপ্রিল: কোভিডের ক্রমবর্ধমান সংক্রমণের মধ্যে দিল্লির এইমসের পরিস্থিতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখার পাশাপাশি ডাক্তারদের সঙ্গে কথা বলে ভরসা জোগালেন তিনি ৷ যে রাজ্যগুলিতে কোভিডের সংক্রমণ সাংঘাতিক বাড়ছে, সেখানকার স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে তিনি আগামিকাল ভার্চুয়াল বৈঠক করবেন বলে জানিয়েছেন ৷ তবে করোনা রুখতে রাজধানীতে স্বল্প দৈর্ঘ্যের সময়ে কড়া বিধিনিষেধ আনা প্রয়োজন বলে মনে করেন এইমসের কয়েকজন ডাক্তার ৷

শুক্রবার এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া-সহ অন্যান্য ডাক্তাররা বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করেন ৷ জনৈক ডাক্তার বলেন, "কী হচ্ছে আমাদের নজরে রাখতে হবে ৷ এত বেশি পরিমাণে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে যে, আমরা আর সামাল দিতে পারব না ৷ এই সংক্রমণ কমানো যেতে পারে ৷ বিধি নিষেধ জারি করা উচিত, দীর্ঘ নয়, ছোট ছোট সময়ের জন্যই হোক ৷ আমি লকডাউন করার কথা বলছি না ৷ কিন্তু 10-12 দিন সময়ের জন্য বিধি নিষেধ হোক ৷ সে ভাবে আমরা সংক্রমণের শৃঙ্খলকে ভাঙতে পারব ৷"

এইমসের কর্মী সঙ্কটের কথা বলে এক ডাক্তার বলেন, এই বিভাগের 18 জন কর্মীর কোভিড রিপোর্ট পজ়িটিভ এসেছে এবং তাঁরা বাড়িতে আইসোলেশনে আছেন ৷

আরও পড়ুন:ফের রেকর্ড, পরপর দু'দিন 2 লাখের গণ্ডি ছাড়াল সংক্রমণ

তবে ডাক্তারদের আশ্বাস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমরা এখন সবকিছু সয়ে গিয়েছি ৷ আমরা সব প্রযুক্তি ও নির্দেশিকা জানি ৷ তবে বর্তমান কোভিড সংক্রমণ বৃদ্ধির পরিস্থিতি কীভাবে কাটি উঠব, সেটাই একমাত্র চ্যালেঞ্জ ৷ আমি হাসপাতালে গিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছি যে, আর কী কী প্রস্তুতি আমাদের নিতে হবে ৷" তাঁর মতে, "2020 সালের থেকে 2021 সালে বেশি হারে সংক্রমণ হলেও এখন আমরা এই রোগ সম্পর্কে অনেক বেশি জানি, কী করতে হবে সেটা জানি ৷ আমাদের এখন আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাস রয়েছে ৷" যারা কোভিড টিকা নিয়ে কালোবাজারি করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন হর্ষ বর্ধন ৷

সাম্প্রতিক রিপোর্ট বলছে, গত 7 দিনে দেশের 54টি জেলা থেকে ও গত 28 দিনে দেশের 44টি জেলা থেকে কোভিডে সংক্রমণের কোনও খবর নেই বলে জানিয়েছেন হর্ষ বর্ধন ৷

Last Updated : Apr 16, 2021, 1:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details