হায়দরাবাদ, 1 ডিসেম্বর: করোনার পরে অনেকেই স্বাস্থ্য বীমার (Health Insurance) গুরুত্ব বুঝতে পেরেছেন । কিন্তু এখনও কিছু প্রচলিত ধারনা রয়ে গিয়েছে । কেউ অসুস্থ হয়ে পড়লে স্বাস্থ্য বীমা নিয়ে লাভ নেই । আগে থেকেই সাবধানতা অবলম্বন করা উচিত । জেনে রাখুন বীমা শুধুমাত্র অসুস্থতার সময় নয়, যে কোনও দুর্ঘটনার সময়ও আপনার কাজে আসে ।
অনেকে মনে করেন যে প্রিমিয়াম দেওয়া একটি অপচয় যতক্ষন না কাউকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হচ্ছে । কিন্তু প্রত্যেকেরই স্বাস্থ্য বীমা থাকা উচিত এবং এটি তাড়াতাড়ি করা উচিত । কেউ এমন পরিস্থিতির সম্মুখীন হতে চাইবে না যে তাঁকে বীমা দাবি করতে হয় ৷ তবে পরিস্থিতি সেরকম হলে বীমার সাহায্য নেওয়ার অবস্থায় থাকা উচিত । তাই অপ্রয়োজনীয় আর্থিক সংকট যথাযথ পরিশ্রমের সঙ্গে এড়ানো উচিত ।
একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, হাসপাতালে ভর্তির সময় একটি স্বাস্থ্য বীমা সংস্থা কতটা সুবিধা দেবে তা পরীক্ষা করা । কম-পেইড প্রিমিয়াম কভারে কিছু শর্ত থাকবে, উপ-সীমা ও সহ-বেতন ইত্যাদি । ফলে হাসপাতালের খরচের কিছু অংশ বীমা সংস্থা থেকে দিতে হবে । এই কারণেই একজনের উপযুক্ত স্বাস্থ্য বীমা করা উচিত ৷ যার ফলে হাসপাতাল খরচ অতিরিক্ত বোঝা মনে হবে না ।
স্বাস্থ্য বীমা অন্যান্য জীবন বীমার মতো নয় । টার্ম লাইফ কভার কম প্রিমিয়াম সহ উচ্চ নিরাপত্তা প্রদান করে । একই নীতি স্বাস্থ্য কভারের ক্ষেত্রে প্রযোজ্য হতে নাও পারে । উপযুক্ত স্বাস্থ্য বীমা না-নিলে অতিরিক্ত খরচ বহন করতে হতে পারে । তাহলে সেটা বাড়তি বোঝা হয়ে দাঁড়াবে । এমনকী প্রিমিয়ামের উপর ভিত্তি করে কোনও দু'টি কোম্পানির পলিসি তুলনা করা যায় না ।