নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর:লোকসভার পর বৃহস্পতিবার রাজ্যসভায় পেশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল ৷ আর সেই বিলের উপর আলোচনা চলাকালীন বাংলার উদাহরণ টেনে আনলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷ এদিন রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে ডেরেক বলেন, "বর্তমানে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য, অর্থ, বাণিজ্য এবং শিল্প দফতর সকল ক্ষেত্রেই মহিলারা নেতৃত্ব দিচ্ছেন ৷" একইসঙ্গে মহিলা সংরক্ষণ বিল নিয়ে এদিন বিজেপিকেও একহাত নিয়েছেন ডেরেক ৷
বুধবারই লোকসভায় কার্যত সর্বসম্মতিক্রমেই পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল ৷ ভোটাভুটিতে বিলের পক্ষে পড়েছে 454টি ভোট ৷ অন্যদিকে বিপক্ষে ভোট দিয়েছেন দু'জন সাংসদ ৷ বিল পাশ হওয়ার জেরে সংসদের পাশাপাশি রাজ্যগুলির বিধানসভাতেও 33 শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে ৷ লোকসভায় এই ঐতিহাসিক বিল পাশের পর এদিন রাজ্যসভায় বিল পেশ করে সরকার ৷ আর সেই বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে এদিন তৃণমূল সাংসদ ডেরেক বলেন, "বিজেপির 16 জন মুখ্যমন্ত্রীর মধ্যে একজনও মহিলা মুখ্যমন্ত্রী নেই ৷ আর তারা আমাদের কাছে মহিলাদের অধিকার নিয়ে প্রচার করছে !"
উল্লেখ্য, এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য এবং অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ যদিও দফতর দু'টিই নিজের হাতেই রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ পাশাপাশি পার্থ চট্টোপাধ্য়ায় গ্রেফতার হওয়ার পর শিল্পমন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন শশী পাঁজা ৷ সেক্ষেত্রে ডেরেকের দাবিকে অযৌক্তিক বলতে নারাজ রাজনৈতিক মহল ৷ অন্যদিকে, লোকসভায় বিলের উপরে আলোচনার সময় তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছিলেন, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভায় 40 শতাংশ মহিলা সংরক্ষণ বিল পাশ করেছে ৷