পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

New Covid Variant Pirola: কোভিডের নয়া প্রজাতি পিরোলা নিয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের - covid in india

কোভিডের নয়া ভ্যারিয়েন্ট পিরোলার সংক্রমণ ক্ষমতা অন্যান্য প্রজাতিগুলির থেকে বেশি ৷ বিশ্বের কয়েকটি দেশে এই প্রজাতির সংক্রমণের কয়েকটি কেস ধরা পড়েছে ৷

ETV Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 11:03 PM IST

নয়াদিল্লি, 26 অগস্ট: বর্তমানে ভারতের কোভিড সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ তবুও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন, কারণ কোভিডের নয়া ভ্যারিয়েন্ট বিএ.2.86 পিরোলা ৷ ইতিমধ্যেই এই নয়া প্রজাতি বিশ্বের বিভিন্ন দেশে ছড়াতে শুরু করেছে করোনা সংক্রমণ ৷ দ্য এশিয়ান সোসাইটি ফর ইমারজেন্সি মেডিসিনের প্রাক্তন সভাপতি চিকিৎসক তমরিশ কোলে জানিয়েছেন, এই ভাইরাসটি হাওয়ায় উড়তে পারে ও কোভিডের অন্য ভ্যারিয়েন্টগুলির থেকে এর সংক্রমণ ক্ষমতা বেশি ৷ প্রায় 30টিরও বেশি মিউটেশন হয়েছে এই ভ্যারিয়েন্টে ৷ চিকিৎসকদের একাংশের আশঙ্কা কোভিডের এই ভ্যারিয়েন্ট ছড়াতে শুরু করলে ওমিক্রনের মতো সংক্রমণ পরিস্থিতি তৈরি হতে পারে ৷

এই চিকিৎসক জানিয়েছেন, এখনও পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে বিএ.2.86-এর সংক্রমণের 12টির মতো কেস সামনে এসেছে ৷ কিন্তু আগে থেকেই এই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন ও নজরদারি চালানো উচিত বলে মনে করেন তিনি ৷ মনে করা হচ্ছে এই ভাইরাসটি কোভিড ভ্যাকসিন নেওয়া থাকলেও সেই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ভাঙতে সক্ষম ৷ সম্প্রতি কেউ করোনা আক্রান্ত হলেও তিনি ফের পিরোলা নামক এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারেন ৷

ভারতের মতো দেশে এই কোভিড ভাইরাসের আগমন ঘটলে, ভিড়ের সুযোগে তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ চিকিৎসক তমরিশ কোলে জানিয়েছেন, কোভিডের এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে জ্বর, সর্দি, স্বাদ ও গন্ধহীনতার মতো লক্ষণগুলি প্রকাশ পেতে পারে ৷ তিনি জানিয়েছেন, ওমিক্রনও এখনও মিলিয়ে যায়নি ৷ সেই ভাইরাসটি এখনও রয়ে গিয়েছে ৷ তাই আগের মতোই সার্বিক নজরদারি প্রয়োজন ৷

আরও পড়ুন:রাজ্য থেকে উঠে গেল কোভিড বিধি, টেলি সম্মানের মঞ্চ থেকে জানালেন মমতা

সম্প্রতি প্রধানমন্ত্রীর প্রিন্সিপ্যাল সেক্রেটারি পিকে মিশ্রর নেতৃত্বে কোভিড নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় ৷ সেই বৈঠকে দেশ ও আন্তর্জাতিক কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়, নয়া ভ্যারিয়েন্টগুলি নিয়েও আলোচনা হয় ৷ তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ তবে রাজ্যগুলিকে নিয়মিত নজরদারি ও কোভিড আক্রন্তদের শরীর থেকে নমুনা নিয়ে জিনোম সিক্যুয়েন্সিংয় করার পরামর্শও দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details