নয়াদিল্লি, 26 অগস্ট: বর্তমানে ভারতের কোভিড সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ তবুও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন, কারণ কোভিডের নয়া ভ্যারিয়েন্ট বিএ.2.86 পিরোলা ৷ ইতিমধ্যেই এই নয়া প্রজাতি বিশ্বের বিভিন্ন দেশে ছড়াতে শুরু করেছে করোনা সংক্রমণ ৷ দ্য এশিয়ান সোসাইটি ফর ইমারজেন্সি মেডিসিনের প্রাক্তন সভাপতি চিকিৎসক তমরিশ কোলে জানিয়েছেন, এই ভাইরাসটি হাওয়ায় উড়তে পারে ও কোভিডের অন্য ভ্যারিয়েন্টগুলির থেকে এর সংক্রমণ ক্ষমতা বেশি ৷ প্রায় 30টিরও বেশি মিউটেশন হয়েছে এই ভ্যারিয়েন্টে ৷ চিকিৎসকদের একাংশের আশঙ্কা কোভিডের এই ভ্যারিয়েন্ট ছড়াতে শুরু করলে ওমিক্রনের মতো সংক্রমণ পরিস্থিতি তৈরি হতে পারে ৷
এই চিকিৎসক জানিয়েছেন, এখনও পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে বিএ.2.86-এর সংক্রমণের 12টির মতো কেস সামনে এসেছে ৷ কিন্তু আগে থেকেই এই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন ও নজরদারি চালানো উচিত বলে মনে করেন তিনি ৷ মনে করা হচ্ছে এই ভাইরাসটি কোভিড ভ্যাকসিন নেওয়া থাকলেও সেই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ভাঙতে সক্ষম ৷ সম্প্রতি কেউ করোনা আক্রান্ত হলেও তিনি ফের পিরোলা নামক এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারেন ৷