পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Student Assaults for Carrying Mobile : স্কুলে মোবাইল ফোন নিয়ে যাওয়ায় ছাত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ

স্কুলে মোবাইল ফোন নিয়ে যাওয়ায় এক ছাত্রীকে বিবস্ত্র করে বেত দিয়ে মারার অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে (Student Assaults for Carrying Mobile) ৷ কর্নাটকের এক সরকারি স্কুলের ঘটনায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর (Headmistress Allegedly Beaten and Strip A Girl Student) ৷ অভিযোগ, এর আগেও ওই শিক্ষিকার বিরুদ্ধে এমন নৃশংস আচরণের অভিযোগ উঠেছিল ৷ সেবার তাঁকে সাসপেন্ডও করা হয়েছিল ৷

Headmistress Allegedly Beaten and Strip A Girl Student
Headmistress Allegedly Beaten and Strip A Girl Student

By

Published : Jan 7, 2022, 2:37 PM IST

মান্ডেয়া (কর্নাটক), 7 জানুয়ারি : স্কুলে মোবাইল ফোন নিয়ে যাওয়ায় এক ছাত্রীকে জোর করে ইউনিফর্ম খোলানো এবং বেত দিয়ে মারার অভিযোগ উঠল প্রধান শিক্ষিকার বিরুদ্ধে (Headmistress Allegedly Beaten and Strip A Girl Student) ৷ ঘটনাটি ঘটেছে কর্নাটকের মান্ডেয়া জেলার শ্রীরঙ্গাপট্টনার এক সরকারি স্কুলে ৷ অভিযোগ পেয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কর্নাটক স্কুল শিক্ষা দফতর ৷

গত সপ্তাহে ওই সরকারি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী মোবাইল ফোন নিয়ে গিয়েছিল ৷ অভিযোগ, সেই অপরাধে প্রধান শিক্ষিকা ক্লাস রুমে অন্যান্য পড়ুয়াদের সামনেই তাকে বিবস্ত্র করান ৷ এর পর বেত দিয়ে নৃশংসভাবে মারধর করেন ওই ছাত্রীকে ৷ এমনকি ওই ছাত্রী বিবস্ত্র অবস্থায় প্রায় এক ঘণ্টা ক্লাসরুমে দাঁড় করিয়ে রাখেন প্রধান শিক্ষিকা ৷ এই অভিযোগ পেয়েই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কর্নাটক স্কুল শিক্ষা দফতর ৷

অন্যদিকে, নির্যাতিতা ছাত্রী জানিয়েছে, সে স্কুলে মোবাইল ফোন নিয়ে গিয়েছে শুনে প্রধান শিক্ষিকা রেগে যান ৷ স্কুলে লাঞ্চ টাইমে এক শিক্ষিকা পড়ুয়াদের নির্দেশ দেন, যারা স্কুলে মোবাইল নিয়ে গিয়েছে, সেই সব পড়ুয়া তা যেন স্কুলে জমা দেয় ৷ ওই ছাত্রী অভিযোগ করেছে, প্রধান শিক্ষিকা তাদের হুমকি দেন, যদি তারা নিজেরা মোবাইল ফোন জমা না দেয়, তবে তাদের বিবস্ত্র করিয়ে ছেলেদের দিয়ে খোঁজানো হবে ৷

আরও পড়ুন : Minor Sexual Abuse : টিভি দেখানোর অছিলায় নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার প্রতিবেশী

যদিও, প্রধান শিক্ষিকা তা করেননি বলে জানিয়েছেন ওই ছাত্রী ৷ তবে, ক্লাসের সব ছেলেদের বাইরে বের করে দেন তিনি ৷ এর পর যাদের কাছে মোবাইল ছিল, তাদের বেত দিয়ে মারেন এবং পরে ক্লাসের বাকি ছাত্রীদের সামনে বিবস্ত্র করান (Beaten and Strip A Girl Student for Carrying Mobile Phone) ৷ এমনকি মাটিতে বসিয়ে রাখা হয় ওই অবস্থায় ৷ অভিযোগ পেয়ে কর্নাটক স্কুল শিক্ষা দফতরের তরফে এক আধিকারিককে ওই স্কুলে পাঠানো হয় তথ্য সংগ্রহের জন্য ৷ সেখানে গিয়ে তিনি জানতে পারেন, অভিযুক্ত প্রধান শিক্ষিকা তাঁর কঠোর শাস্তি প্রদানের জন্য কুখ্যাত ৷ এমনকি এর আগে সাসপেন্ডও হয়েছিলেন ৷ আর এ বার ফের একবার তাঁর নক্কারজনক শাস্তির কবলে পড়ল ছাত্রীরা ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details