পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Modi Surname Row: 'ক্ষমা চাইব না', মোদি পদবি মামলায় সুপ্রিম কোর্টে নিজের অবস্থান জানালেন রাহুল

Rahul Gandhi on Modi Surname Row: মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সুরাতের নিম্ন আদালতে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধি ৷ হারিয়েছেন সাংসদ পদও ৷ নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছেন রাহুল ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Aug 2, 2023, 10:18 PM IST

Updated : Aug 2, 2023, 11:04 PM IST

নয়াদিল্লি, 2 অগস্ট:মোদি পদবি নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন তার জন্য কোনও ক্ষমা চাইবেন না ৷ বুধবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে তাঁর এই বক্তব্য জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ একই সঙ্গে এদিন রাহুলের তরফে আবেদন জানানো হয়, তাঁকে ওই পদবি মামলায় দোষী সাব্যস্ত করে সুরাতের আদালত যে রায় দিয়েছে তার উপর যেন স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত ৷ তাহলে তিনি ফের সংসদের অধিবেশনে যোগ দিতে পারবেন ৷

উল্লেখ্য, 2019 সালে লোকসভা ভোটের প্রচারে গিয়ে রাহুল মন্তব্য করেছিলেন, "সব চোরেদের পদবি মোদি হয় কেন?" তাঁর এই মন্তব্যের জন্য চলতি বছরের মার্চ মাসে তাঁকে দোষী সাব্যস্ত করে সুরাতের নিম্ন আদালত ৷ এরপর জনপ্রতিনিধিত্ব আইন মেনে তাঁর লোকসভার সাংসদ পদও বাতিল করে দেন স্পিকার ওম বিড়লা ৷ নিম্ন আদালতের এই নির্দেশের বিরুদ্ধেই শীর্ষ আদালতে আবেদন করেছেন রাহুল গান্ধি ৷

আরও পড়ুন:'সাংসদরা সঠিক আচরণ না করা পর্যন্ত লোকসভায় আসব না...', সংসদের শোরগোলে বিরক্ত অধ্যক্ষ

জানি গিয়েছে, সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় রাহুল গান্ধি জানিয়েছেন, যে অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে তা ঠিক নয় ৷ ওয়ানাডের প্রাক্তন সাংসদ রাহুল আরও জানান, যদি তাঁর ক্ষমা চাওয়ার হতো, তাহলে তিনি তা অনেক আগেই চেয়ে নিতেন ৷ রাহুলের তরফে জানানো হয়েছে, তাঁকে যে শাস্তি দেওয়া হয়েছে সেরকম মাত্রার কোনও অপরাধ তিনি করেননি ৷ জনপ্রতিধিত্ব আইনের অপব্যবহার করে বিচার ব্যবস্থাকে অবমাননা করা হচ্ছে বলেও সুপ্রিম কোর্টে সওয়াল করা হয়েছে রাহুল গান্ধির তরফে ৷

উল্লেখ্য, মার্চ মাসে সুরাতের আদালত মোদি পদবি মামলায় দোষী সাব্যস্ত করার পর সাংসদ পদের পাশাপাশি দিল্লিতে তাঁর বাংলোটিও ছাড়তে হয়েছে রাহুল গান্ধিকে ৷ দিল্লির 12 তুঘলক লেনের বাংলো ছেড়ে বর্তমানে 10 জনপথে মা সোনিয়া গান্ধির সঙ্গেই রয়েছেন রাহুল গান্ধি ৷

Last Updated : Aug 2, 2023, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details