দিল্লি, 11 ফেব্রুয়ারি: সাধারণতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর মিছিল চলাকালীন ট্র্যাক্টর উলটে মৃত্য়ু হয় 25 বছরের এক যুবকের৷ সেই ঘটনার তদন্তের জন্য আদালতের নজরদারিতে বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন উঠেছে৷ রুজু হয়েছে মামলা৷ তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার দিল্লি সরকার এবং দিল্লি পুলিশের মত জানতে চাইল দিল্লি হাইকোর্ট৷
ঘটনায় দিল্লি পুলিশ ও দিল্লি সরকারের পাশাপাশি উত্তরপ্রদেশ সরকার এবং রামপুর জেলা হাসপাতালের সিএমও-কে নোটিশ পাঠালেন বিচারপতি যোগেশ খান্না৷ প্রসঙ্গত, রামপুর জেলা হাসপাতালেই ওই যুবকের দেহের ময়নাতদন্ত হয়েছিল৷