দিল্লি , 13 এপ্রিল : করোনা ভাইরাসের দাপট অব্যাহত ৷ নিত্যদিন বেড়েই চলেছে সংক্রমণ ৷ এরমধ্যে আগামীকাল অর্থাৎ 14 এপ্রিল থেকে শুরু হচ্ছে রমজ়ান ৷ করোনার সংক্রমণ রুখতে দিল্লি সরকার জারি করে একঝাঁক নিষেধাজ্ঞা ৷ সেই নিষেধাজ্ঞাকে মাথায় রেখেই রমজ়ান চলাকালীন দিল্লির হজরত নিজ়ামুদ্দিন মসজিদে পূণ্যার্থীদের নমাজ় পড়ার অনুমতি দিল দিল্লি হাইকোর্ট ৷
দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সামাজিক দুরত্ববিধি ও অন্যান্য করোনাবিধি মেনে মসজিদে প্রবেশ করতে হবে ৷ মেনে চলতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মবিধি ৷ কিছুদিন আগে কেজরিওয়াল সরকার লকডাউনের প্রসঙ্গ উড়িয়ে দিলেও দিল্লিতে বেড়ে চলা করোনা সংক্রমণের কথা মাথায় রেখে জারি করা হয় একঝাঁক নিষেধাজ্ঞা ৷ জনসমাবেশে নিষেধাজ্ঞা জারি করা ছাড়াও রেস্তোরাঁ, থিয়েটার, গণ পরিবহণ ও বিয়ে, শেষকৃত্যর অনুষ্ঠানে জনসমাগমের সময়সীমা বেঁধে দেওয়া হয় । পাশাপাশি রাত 10টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কার্ফুও ঘোষণা করে দিল্লি সরকার ৷ যা লাগু থাকবে 30 এপ্রিল পর্যন্ত ৷