নয়াদিল্লি, 4 নভেম্বর: ফের দূষণে জেরবার রাজধানী (Delhi Air Pollution)৷ বাতাসের মান 'গুরুতর' বা 'সিভিয়র' বিভাগে নেমে গিয়েছে ৷ তার জেরে শুক্রবার সকালে দিল্লিতে আবারও ফিরল পুরনো স্মৃতি ৷ ধোঁয়াশায় ঢাকল দিল্লি ও এনসিআর (Haze covers Delhi-NCR skies)৷ পরিস্থিতি মোকাবিলায় আগামিকাল, শনিবার থেকে সব প্রাথমিক স্কুল বন্ধ থাকবে (Delhi Primary schools To Be Closed) বলে ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)৷ দূষণ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রাথমিক স্কুল বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি ৷ দূষণ রোধে কেন্দ্রীয় সরকারের যথাযথ পদক্ষেপ করা উচিত বলে দাবি করেছেন কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান ৷
দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) আজও 'গুরুতর' বিভাগে রয়েছে ৷ সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (সাফার) অনুসারে, শুক্রবার টানা দ্বিতীয় দিনে রাজধানীর বাতাসের গুণমান 'গুরুতর' বিভাগে রয়ে গিয়েছে । বৃহস্পতিবার রাতে একিউআই 418 থেকে আরও খারাপ হয়ে শুক্রবার সকালে 'গুরুতর' বিভাগ 437-এ পৌঁছেছে । পরিবেশে PM 2.5 এবং PM 10 উভয়ের ঘনত্ব আজ সকালে যথাক্রমে 437 এবং 418 অর্থাৎ 'গুরুতর' বিভাগেই ছিল । SAFAR-এর হিসেবে, দিল্লির PM 2.5 ঘনত্বে খড় পোড়ানোর অবদান প্রায় 34 শতাংশ । এ দিকে, দিল্লির প্রতিবেশী শহর নয়ডার AQI-ও 'গুরুতর' বিভাগে রয়েছে ৷ এক লাফে তা বেড়ে হয়েছে 526 ৷
শূন্য এবং 50 এর মধ্যে AQI 'ভালো' বলে বিবেচিত হয় ৷ 51 থেকে 100 'সন্তোষজনক', 101 থেকে 200 'মধ্যম', 201 থেকে 300 'খারাপ', 301 থেকে 400 'খুব খারাপ' এবং 401 থেকে 500 'গুরুতর' ধরা হয় ।