নয়াদিল্লি, 11 অগস্ট:ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পিনাল কোডের খোলনলচে বদলে দেশে নয়া ফৌজদারি আইন ব্যবস্থা কার্যকর করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র ৷ সেই লক্ষ্যেই শুক্রবার ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) বিল লোকসভায় পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বিলটি আপাতত স্ট্যান্ডিং কমিটির মতামতের জন্য পাঠানো হবে বলেও তিনি জানিয়েছেন ৷ তবে শাহ এদিন জানিয়েছেন, এই বিলে এমনকিছু বিষয় সংযোজিত হতে চলেছে যা আগে আইপিসি-তে ছিল না ৷ যেমন, মিথ্যে পরিচয় দিয়ে কোনও মহিলার সঙ্গে বিয়ে, কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি বা বিয়ের প্রতিশ্রুতি দয়ে সহবাসের মতো অভিযোগগুলি এই বিল সংসদে পাস হলে সরাসরি অপরাধ হিসেবে গণ্য হবে বলে তিনি জানিয়েছেন ৷
এদিন অমিত শাহ জানিয়েছেন 1860 সালের আইপিসি ব্যবস্থার জায়গায় ভবিষ্যতে স্থান পাবে এই ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস ৷ এই বিলে মহিলা ও শিশুদের উপর হওয়া অপরাধ যাতে রোধ করা যায় সে বিষয়ে বিশেষ করে জোর দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন ৷ লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, "মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং অন্যান্য সামাজিক সমস্যা যেগুলির সম্মুখীন হতে হয় মহিলাদের তাতে যাতে লাগাম পরানো যায় সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে এই বিলে ৷ বিয়ের প্রতিশ্রুতি বা কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মহিলাদের সঙ্গে সহবাস বা যৌনসঙ্গমের বিষয়টি অপরাধ হিসেবে গণ্য হবে ৷"