রোহতক (হরিয়ানা), 15 জুলাই: রওনা দিয়েছে চন্দ্রযান-3 ৷ শ্রীহরিকোটা থেকে মহাকাশযানটির সফল উৎক্ষেপণ হয়েছে ৷ এই মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চন্দ্রযান ও তার আনুষঙ্গিক যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত এবং নাট-বল্টুর ৷ সেগুলি ইসরোকে সরবরাহ করেছে হরিয়ানার রোহতকের একটি কোম্পানি ৷
হরিয়ানার ছোট্ট শহর রোহতক ৷ এখানে অবস্থিত এলপিডি বোসার্ড কোম্পানি চন্দ্রযান-3 মিশনে বিশেষ নাট এবং বল্টু পাঠিয়েছে ৷ কোম্পানির জেনারেল ম্যানেজার মুকেশ সিং ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "এই মিশনের জন্য আমরা প্রায় দুই থেকে পাঁচ লক্ষ বিশেষ নাট এবং বল্টু দিয়েছি ইসরোকে ৷"
স্বভাবতই এমন একটি ঐতিহাসিক ঘটনার অংশ হিসেবে উচ্ছ্বসিত তিনি ৷ এই প্রসঙ্গে মুকেশ সিং আরও বলেন, "আমি অসম্ভব আনন্দ পেয়েছি ৷ কোম্পানির সব কর্মীরা এর জন্য প্রচুর পরিশ্রম করেছেন ৷ এই মিশনের জন্য আমরা উন্নত মানের নাট এবং বল্টু তৈরি করেছি ৷ আমরা ইসরোকে নিয়মিত এই নাট-বল্টু সরবরাহ করে থাকি ৷"