পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nuh Violence: নুহ হিংসায় কংগ্রেস বিধায়ককে জিজ্ঞাসাবাদ, গ্রেফতার আরও 14 জন - এসপি নরেন্দ্র বিজারানিয়া

Congress MLA Mamman Khan: নুহ হিংসার মামলায় আজ কংগ্রেস বিধায়ক মামন খানকে জিজ্ঞাসাবাদ করবে হরিয়ানা পুলিশ । একই সঙ্গে এই ঘটনায় নুহ জেলায় আরও 14 জনকে গ্রেফতার করা হয়েছে ।

Congress MLA Mamman Khan
কংগ্রেস বিধায়ক মামন খান

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2023, 2:10 PM IST

নুহ(হরিয়ানা), 31 অগস্ট: নুহ হিংসার ঘটনায় আজ অর্থাৎ বৃহস্পতিবার ফিরোজপুর ঝিরকার কংগ্রেস বিধায়ক মামন খানকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে হরিয়ানা পুলিশ । সকাল 11টায় ডিএসপি অফিসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে । এ দিকে নুহ হিংসার মামলায় আরও 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ । অন্যদিকে নুহ হিংসার ঘটনায় কংগ্রেস বিধায়ক মামন খানের ঝামেলা কমার নামই নিচ্ছে না । 29 অগস্ট হরিয়ানা বিধানসভায় বাদল অধিবেশনের শেষ দিনে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানান, নুহ হিংসার ঘটনায় পুলিশ মামন খানকে 30 অগস্ট জিজ্ঞাসাবাদ করবে । কিন্তু রাখির কারণে বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি । তার বদলে আজ মামনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ।

নুহের এসপি নরেন্দ্র বিজারানিয়া বলেন, "পুলিশ নুহ হিংসার মামলায় আরও 14 অভিযুক্তকে গ্রেফতার করেছে । এ নিয়ে জেলায় এখনও পর্যন্ত 306 জনকে গ্রেফতার করা হল । নুহের ঘটনায় এখন পর্যন্ত 61টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে । এর মধ্যে 49টি হিংসা এবং 12টি সাইবার অপরাধের সঙ্গে সম্পর্কিত ।" তিনি জানান, সাইবার ক্রাইম সংক্রান্ত একটি মামলায় এ পর্যন্ত একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।

এসপির কথায়, নুহতে শান্তি বজায় রাখতে হিংসা কবলিত এলাকায় এখনও পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে । তল্লাশি অভিযানের সময় কোনও নিরপরাধ ব্যক্তির ভয় পাওয়ার দরকার নেই ৷ পুলিশ কোনও নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে না বলে তিনি জানান । পাশাপাশি নুহ হিংসায় জড়িত অভিযুক্তদের গ্রেফতারে পুলিশকে সহযোগিতা করার জন্য জনগণের কাছে আবেদন করেন নরেন্দ্র বিজারানিয়া ।

আরও পড়ুন:নুহের পরিস্থিতি আগাম আন্দাজ করতে পারেনি প্রশাসন, স্বীকারোক্তি উপ-মুখ্যমন্ত্রীর

হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ নুহের ঘটনায় মামন খানের নাম নেওয়ার পরে বিরোধী দলের নেতা ভূপিন্দর হুডা পালটা আক্রমণ করেছেন । তিনি বলেন, "সরকার নিজের ব্যর্থতা ঢাকতে অন্যকে দোষারোপ করছে । অভিযোগ করে কোনও লাভ হয় না । কংগ্রেস মামন খানের সঙ্গে রয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details