নুহ(হরিয়ানা), 31 অগস্ট: নুহ হিংসার ঘটনায় আজ অর্থাৎ বৃহস্পতিবার ফিরোজপুর ঝিরকার কংগ্রেস বিধায়ক মামন খানকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে হরিয়ানা পুলিশ । সকাল 11টায় ডিএসপি অফিসে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে । এ দিকে নুহ হিংসার মামলায় আরও 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ । অন্যদিকে নুহ হিংসার ঘটনায় কংগ্রেস বিধায়ক মামন খানের ঝামেলা কমার নামই নিচ্ছে না । 29 অগস্ট হরিয়ানা বিধানসভায় বাদল অধিবেশনের শেষ দিনে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানান, নুহ হিংসার ঘটনায় পুলিশ মামন খানকে 30 অগস্ট জিজ্ঞাসাবাদ করবে । কিন্তু রাখির কারণে বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি । তার বদলে আজ মামনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ।
নুহের এসপি নরেন্দ্র বিজারানিয়া বলেন, "পুলিশ নুহ হিংসার মামলায় আরও 14 অভিযুক্তকে গ্রেফতার করেছে । এ নিয়ে জেলায় এখনও পর্যন্ত 306 জনকে গ্রেফতার করা হল । নুহের ঘটনায় এখন পর্যন্ত 61টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে । এর মধ্যে 49টি হিংসা এবং 12টি সাইবার অপরাধের সঙ্গে সম্পর্কিত ।" তিনি জানান, সাইবার ক্রাইম সংক্রান্ত একটি মামলায় এ পর্যন্ত একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।