পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Karnal Farmer Death : কারনালে পুলিশের লাঠির আঘাতে আহত আন্দোলনকারী কৃষকের মৃত্যু - দুষ্মন্ত চৌতলা

গতকাল কারনালে পুলিশ ও কৃষকদের মধ্যে সংঘর্ষে আহত 4 কৃষকের মধ্যে একজনের মৃত্যু হল ৷ গতকাল গভীর রাতে হাসপাতালেই তিনি মারা যান ৷ আজ যে ঘটনায় পুলিশকে কৃষকদের মাথায় লাঠির বাড়ি মারতে নির্দেশ দেওয়া আইএএস আধিকারিকের শাস্তির দাবি জানিয়েছেন হরিয়ানার উপ-মুখ্য়মন্ত্রী দুষ্মন্ত চৌটলা ৷

haryana-one-farmer-dead-due-to-police-lathi-charge-in-karnal
কারনালে পুলিশের লাঠির আঘাতে আহত আন্দোলনকারী কৃষকের মৃত্যু

By

Published : Aug 29, 2021, 8:29 PM IST

কারনাল (হরিয়ানা), 29 অগস্ট : হরিয়ানার বিজেপির রাজ্য নেতৃত্বের বৈঠক ঘিরে গতকাল অশান্ত হয় কারনাল ৷ সেখানে কৃষক এবং পুলিশের মধ্যে সংঘর্ষে ঘটনায় 4 জন কৃষক আহত হন ৷ 10 জন পুলিশকর্মীও আহত হয়েছিলেন ৷ সেই ঘটনায় আহত 4 কৃষকের মধ্যে একজন মারা গেলেন ৷ নিহত ওই কৃষকের নাম সুশীল কাজল ৷ ওই কৃষকের বাড়ি কারনালের রাইপুর জাট্টান গ্রামে ৷ আজ হরিয়ানার কৃষক নেতা গুরুনাম চাদুনি টুইট করে তাঁর মৃত্যুর খবর জানান ৷

প্রসঙ্গত, গতকাল হরিয়ানার কারনালে রাজ্য় বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক ছিল ৷ সেই বৈঠকে ঘিরে কৃষি আইনের বিরোধিতায় বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষকরা ৷ সেই সময় বিক্ষোভকারী কৃষকদের সরাতে পুলিশ লাঠিচার্জ করে ৷ পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করেন বিক্ষোভকারী কৃষকরা ৷ এই ঘটনায় 4 জন কৃষক আহত হয়েছিলেন ৷ তাঁদের মধ্যেই একজন রবিবার হাসপাতালে মারা গেলেন ৷ এ নিয়ে কৃষক নেতা গুরুনাম চাদুনি টুইট করে জানান, ‘‘সুশীল কুমার, একজন কৃষক যাঁর 1.5 বিঘা জমি রয়েছে ৷ তিনি গত 9 মাস ধরে কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন ৷ কারনাল টোলপ্লাজায় শনিবার পুলিশি লাঠিচার্জে তিনি আহত হন ৷ রাতে তিনি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ কৃষক সম্প্রদায় সর্বদা তাঁর এই বলিদানের জন্য কৃতজ্ঞ থাকবে ৷’’

আরও পড়ুন : Post Poll Violence : ভোট পরবর্তী হিংসায় দু'জনকে গ্রেফতার করল সিবিআই

এই ঘটনায় হরিয়ানার অ্যাডিশনাল ডিজি আইনশৃঙ্খলা নভদ্বীপ সিং ভিরক বলেন, ‘‘শনিবার দুপুরে কিছু কৃষক মিছিল করে কারনাল শহরে ঢোকার চেষ্টা করছিল ৷ পুলিশ তাঁদের আটকালে উল্টো দিক থেকে পাথর ছোড়া হয় ৷ এর পরেই পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে ৷ সেই ঘটনায় 4 জন কৃষক এবং 10 পুলিশকর্মী আহত হয়েছেন ৷’’

আরও পড়ুন : Narendra Modi : ভাবিনার সাফল্য তাৎপর্যপূর্ণ, হকির সাফল্যে খুশি হতেন ধ্যান চাঁদ, ক্রীড়া দিবসে মন কি বাত-এ বললেন মোদি

যদিও পুলিশের লাঠিচার্জের ঘটনায় এক আইএএস আধিকারিকের নির্দেশ দেওয়াকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ৷ একটি ভিডিয়ো প্রকাশ হয়েছে ৷ যেখানে দেখা এবং শোনা যাচ্ছে, 2018-র ব্যাচে ওই আইএএস পুলিশকে নির্দেশ দিচ্ছেন, বিক্ষোভকারী কৃষকদের মাথায় লাঠির বাড়ি মারতে ৷ যে ভিডিয়ো ভাইরাল হওয়ার পর ওই আইএএস আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ স্বয়ং হরিয়ানার উপ-মুখ্য়মন্ত্রী দুষ্মন্ত চৌতলা তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পক্ষে সওয়াল করেছেন ৷ সাংবাদিক বৈঠক করে তিনি ওই আধিকারিকের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ তিনি বলেন, ‘‘একজন আইএএস আধিকারিক কখনই এমন আচরণ করতে পারেন না ৷ এটা একজন আধিকারিকের আচরণ হতে পারে না ৷ তাঁর সেখানে আরও সংযত হওয়া উচিত ছিল ৷ আমরা তদন্তের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব ৷’’

ABOUT THE AUTHOR

...view details