নয়াদিল্লি, 4 অক্টোবর : লখিমপুরে কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দিয়ে মারার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে ৷ এই ঘটনা এবং তার জেরে ছড়ানো হিংসায় 8 জনের মৃত্যু হয়েছে৷ যার মধ্যে কমপক্ষে 4 জন কৃষক বলে জানা গিয়েছে ৷
এই ঘটনা নিয়ে যখন উত্তাল গোটা দেশ, তখন বিতর্কে জড়ালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর একটি ভিডিও ৷ কৃষকদের বিরুদ্ধে প্ররোচনামূলক ভাষণ দেওয়ার অভিযোগ অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি বিজেপি'র কৃষক শাখার এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন ৷ সেখানে খট্টর বলছেন, "উত্তর ও পশ্চিম হরিয়ানার জেলাগুলিতে 700-1000 জনের স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলুন ৷ যাঁরা লাঠি হাতে তুলে নেবে ৷ ইটের বদলে পাটকেল ৷ জেলে যেতে ভয় পাবেন না ৷ আপনি নেতা তৈরি হবেন ৷"