চরখি দাদরি (হরিয়ানা), 7 সেপ্টেম্বর:আচমকা হয়েছে 'প্রাপ্তি'যোগ ৷ তাতেই ঘাবড়ে গিয়ে কৃষক দ্বারস্থ হলেন থানায় ৷ হরিয়ানার চরখি দাদরি এলাকার ওই কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে 200 কোটি টাকা ৷ ওই কৃষকের নাম বিক্রম ৷ তাঁর গোটা পরিবার এখন আতঙ্কে ৷ হরিয়ানা পুলিশ বৃহস্পতিবার বলেছে, চরখি দাদরি জেলার ওই কৃষকের অ্যাকাউন্টে এত টাকা কী করে ঢুকল তার তদন্ত করা হচ্ছে ৷
কৃষক বিক্রম বলেন, "আমি এ বিষয়ে পুলিশকে জানিয়েছি ৷ কীভাবে এবং কোথা থেকে টাকা এসেছে তা জানতেই আমি পুলিশের দ্বারস্থ হয়েছি ৷ আমার পরিবার খুব আতঙ্কে রয়েছে এবং আমরা সমস্যাটি সমাধান করতে চাই। আমি আমার পরিবারের জন্য সুরক্ষা চাই ৷" পুলিশ সূত্রে খবর, চরখি-দাদরি গ্রামের বাসিন্দা বিক্রম। টানাটানির সংসার। বুধবার তাঁর মোবাইলে একটি মেসেজ ঢোকে। বিক্রম দেখেন, তাঁর ব্যাংক অ্যাকাউন্টে 200 কোটি টাকা জমা পড়েছে। এত টাকা কোথা থেকে এল, তা ভেবে অস্থির হয়ে পড়েন বিক্রম এবং তাঁর পরিবার। সংবাদমাধ্যম হরিয়ানা তক-এর কাছে বিক্রমের পরিবার জানায়, দিন আনা দিন খাওয়া পরিবারের কাছে এই বিপুল পরিমাণ টাকা 'মাথাব্যথার' কারণ হয়ে দাঁড়িয়েছে।