পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিনে 80 লিটার দুধ দিয়ে রেকর্ড গড়ল 'শাকিরা' - গরু

Karnal Cow Record Milk: হরিয়ানার কর্নাল জেলার একদিনে 80 লিটারের বেশি দুধ দিল একটি গরু ৷ যা রেকর্ড পরিমাণ । আয়োজিত 'মিল্কিং চ্যাম্পিয়ন' প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে এই গরুটি ।

Karnal Cow Milk Record
80 লিটার দুধ দিয়ে রেকর্ড গড়ল হরিয়ানার শাকিরার

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 4:12 PM IST

Updated : Jan 11, 2024, 5:08 PM IST

80 লিটার দুধ দিয়ে রেকর্ড হরিয়ানার শাকিরা

কর্নাল, 11 জানুয়ারি:দুধ উৎপাদনে দেশের উপরের সারিতে থাকা রাজ্যগুলির মধ্যে অন্যতম হরিয়ানা। এই রাজ্য়ের গবাদি পশু পালকরা পশু পালনের বিষয়ে একটু বাড়তি সক্রিয় ৷ ফলত গবাদি পশুগুলির দুধ উৎপাদনের ক্ষমতাও অনেকটাই বেশি ৷ রাজ্যের কার্নাল জেলার ঝিঝারি গ্রামের বাসিন্দা সুনীল ও সাঙ্কি সম্পর্কে দুই ভাই ৷ সম্প্রতি তাঁদের পালিত গরু শাকিরা ডেইরি অ্যাসোসিয়েশন আয়োজিত মিল্কিং চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ৷ সেখানেই প্রথম স্থান লাভ করেছে সে ৷ উপহার হিসেবে পেয়েছে একটি বুলেট বাইক ৷ আশ্চর্যের বিষয় হল একদিনে 80 লিটার 756 গ্রাম দুধ দিয়ে রেকর্ড গড়েছে এই বিশেষ প্রজাতির গরু ৷

শুধু ভারতে নয়, সমগ্র এশিয়ার নিরিখে একদিনে সর্বোচ্চ পরিমাণ দুধ দিয়ে রেকর্ড করেছে গরুটি ৷ গরুটির মালিক সুনীল মেহলা জানান, তাঁরা 12 বছর ধরে পশু পালনের ব্য়বসা করছে ৷ বর্তমানে 120টি গবাদি পশু রয়েছে তাঁর খামারে ৷ বংশ পরম্পরায় কৃষিকাজ ও পশুপালন জীবিকা তাঁদের ৷ এই বিশেষ প্রজাতির গরু সম্পর্কে পালক সুনীল মেহলা জানান, শাকিরার বয়স 6 বছর ৷ ইতিমধ্যেই চারবার প্রসব করেছে সে ৷ এটি হলস্টেইন ফ্রিজিয়ান প্রজাতির গরু। গরুটি লম্বায় প্রায় ছ’ফুটের কাছাকাছি ৷ উচ্চতা প্রায় 5 ফুট ৷ এই প্রজাতির গরুই গড়ে সবচেয়ে বেশি দুধ দিয়ে থাকে। এত পরিমাণ দুধ উৎপাদনের জন্য বাড়তি যত্ন অবশ্য নিতে হয় না বলেই জানিয়েছেন মালিক ৷ অন্য়ান্য গরুর মতোই খাবার খায় ৷ সাধারণ ঘাস ও পশু খাদ্য খায় শাকিরা ৷ একাধিক পুরস্কার জিতেছে এই গরুটি । চার ঘণ্টার ব্যবধানে শাকিরার দুধ সংগ্রহ করা হয় একটি বিশেষ মেশিনের সাহায্যে ৷

অন্যান্য সময়ে এই গরুটি আর সাধারণ গরুর সঙ্গে রাখা হলেও, প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে তার বিশেষ যত্ন নেন মালিক সুনীল মেহলা ৷ বেশি করে জল খেতে দেওয়া হয় ৷ এর আগে 24 ঘণ্টায় 72 লিটার দুধ দেওয়ার রেকর্ড ছিল গরুটির ৷ এবার 80 লিটার দুধ উৎপাদন করে নতুন রেকর্ড গড়ল সে ৷ এশিয়ার মধ্যে প্রথম ৷ এমনটাই জানানো হয়েছে ডেইরি অ্যাসোসিয়েশন তরফে ৷ এই বিপুল পরিমাণ দুধ উৎপাদন ক্ষমতার জন্য হরিয়ানার পশু পালকদের মধ্যে এই প্রজাতির গরু পালনের চাহিদা বাড়ছে ৷

আরও পড়ুন:

  1. উৎসবের উপহার, মোষ পরবে দেড় কোটির সোনার হার
  2. প্রতিদিন 15 লিটার দুধ পান করে 1.5 কোটির গজেন্দ্র
  3. মোষের দাম বিলাসবহুল গাড়িকেও হার মানায়! চাহিদা তুঙ্গে হরিয়ানার 'কালো সোনা'র
Last Updated : Jan 11, 2024, 5:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details