ফরিদাবাদ, 26 মার্চ : নিকিতা তোমর হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত তৌসিফ ও তার বন্ধু রেহানকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল হরিয়ানা ফাস্ট ট্র্য়াক কোর্ট ৷ শুক্রবার এই রায় ঘোষণা করেছে আদালত ৷
এর আগে, গত বুধবারই ষড়যন্ত্র, অপহরণ ও খুনের অভিযোগে তৌসিফ ও রেহানকে দোষী সাব্যস্ত করে আদালত ৷ যদিও এই মামলাতেই অন্য অভিযুক্ত মহম্মদ আজরুদ্দিনকে খালাস করে দেওয়া হয় ৷ প্রসঙ্গত, আজরুদ্দিনই তৌসিফকে খুনের অস্ত্র সরবরাহ করেছিল বলে অভিযোগ ওঠে ৷
গত বছরের 26 অক্টোবর ৷ বাণিজ্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী নিকিতা তোমরকে পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে তৌসিফ ৷ ঘটনাটি ঘটে বল্লভগড়ে নিকিতার কলেজের ঠিক বাইরে ৷ সেদিন কলেজে লিখিত পরীক্ষা দিতে গিয়েছিলেন নিকিতা ৷ পরীক্ষা দিয়ে বেরোনোর পরই প্রাণঘাতী হামলার শিকার হন তিনি ৷