হরিদ্বার, 30 এপ্রিল: সমকামী বিবাহের স্বীকৃতির দাবিতে মামলা চলছে সুপ্রিম কোর্টে ৷ তবে এই বিয়ের তীব্র বিরোধিতায় সরব হলেন হরিদ্বারের সাধুরা ৷ আজ হরিদ্বারে সন্ত সম্মেলনে আখড়া পরিষদের সভাপতি ও মহানির্বাণী আখড়ার সম্পাদক মহন্ত রবীন্দ্রপুরী সমকামী বিবাহ আইন প্রণয়নের বিরোধিতা করেন । তিনি বলেন, দেশে এ ধরনের আইন করা উচিত নয় । সমকামী বিবাহ আইনের প্রতিবাদ জানিয়ে, তিনি 10 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন ৷
আখড়া পরিষদের সভাপতি রবীন্দ্রপুরী বলেন, বিয়ে ভারতের একটি প্রাচীন ঐতিহ্য । পাণিগ্রহণ সংস্কার নামে বিবাহের পদ্ধতির ধর্মগ্রন্থে উল্লেখ করা হয়েছে ৷ কিন্তু আজকাল কিছু নির্বাচিত মানুষ সমকামী বিবাহের দাবি করছেন । সমকামী বিয়ের স্বীকৃতির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে । সাধু সমাজ তার বিরোধিতা করে ।
তিনি আরও বলেন, সমলিঙ্গের বিয়ে ভারতের ঐতিহ্য নয় । কীভাবে একটি মেয়ে অন্য মেয়েকে বিয়ে করতে পারে এবং একজন পুরুষ অন্য পুরুষকে বিয়ে করতে পারে সেই প্রশ্ন তোলেন তিনি ৷ তাঁর মতে, এটা সাংবিধানিকভাবে সঠিক বা জেনেটিক্যালি সঠিক নয় । অখিল ভারতীয় আখড়া পরিষদ এর বিরোধিতা করে বলে জানানো হয়েছে । আখড়া পরিষদের সভাপতি সুপ্রিম কোর্টের সব বিচারপতিকে চিঠিও পাঠিয়েছেন । যেখানে এই ধরনের আইনের বিরোধিতা করেছেন তিনি ৷