পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Hardik Patel Resigns : 'হাত' ছাড়লেন পতিদার নেতা হার্দিক প্যাটেল

গুজরাত বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের দুশ্চিন্তা বাড়িয়ে দল ছাড়লেন পতিদার নেতা হার্দিক প্যাটেল (Hardik Patel resigns from Congress) ৷ বুধবার টুইটারে কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করে পতিদার নেতা জানিয়েছেন, তিনি নিশ্চিত কংগ্রেস হাই-কমান্ড তাঁর এই পদক্ষেপ সাদরে গ্রহণ করবে ৷

Hardik Patel Resigns
'হাত' ছাড়লেন পতিদার নেতা হার্দিক প্যাটেল

By

Published : May 18, 2022, 11:56 AM IST

আমেদাবাদ, 18 মে : কয়েকমাস বাদেই গুজরাত বিধানসভা নির্বাচন ৷ তার আগে কংগ্রেসের দুশ্চিন্তা বাড়িয়ে দল ছাড়লেন পতিদার নেতা হার্দিক প্যাটেল (Hardik Patel resigns from Congress) ৷ বুধবার টুইটারে কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করে পতিদার নেতা জানিয়েছেন, তিনি নিশ্চিত কংগ্রেস হাই-কমান্ড তাঁর এই পদক্ষেপ সাদরে গ্রহণ করবে ৷ কংগ্রেস সভানেত্রীকে লেখা চিঠিতে দল ছাড়ার নেপথ্যে বিস্ফোরক অভিযোগও এনেছেন তিনি ৷

ইস্তফাপত্রে গুজরাতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির প্রাক্তন প্রেসিডেন্টের অভিযোগের তির রাহুল গান্ধির দিকেই ৷ হার্দিক জানান, সংকটকালে ভীষণ প্রয়োজনের সময় আমাদের নেতা বিদেশে ছিলেন ৷ সম্প্রতি রাহুল গান্ধির গুজরাত সফরে তাঁর সঙ্গে আলোচনা হয় হার্দিক প্যাটেলের ৷ কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি মোটেই ৷ সেই প্রসঙ্গ টেনে নাম না-করেই ইস্তফাপত্রে পতিদার নেতা লেখেন, "আমি যখন শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করি সর্বক্ষণ তারা মোবাইল বা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকেন ৷ গুজরাত নিয়ে তাঁদের কোনও মাথাব্যথাই নেই ৷"

এদিন দল ছাড়ার ঘোষণায় টুইটে হার্দিক লেখেন, "আজ আমি কংগ্রেস থেকে ইস্তফা দিলাম ৷ আমি নিশ্চিত আমার এই সিদ্ধান্ত আমার সহকর্মী এবং গুজরাতের মানুষের কাছে সাদরে গৃহীত হবে ৷" সম্প্রতি রাজস্থানের উদয়পুরে দলের চিন্তন শিবিরে অংশগ্রহণের বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন হার্দিক প্যাটেল ৷

আরও পড়ুন :এফআইআর-এ নাম নেই অথচ বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই, অভিযোগ চিদম্বরমের

যদিও তাঁর দল ছাড়ার জল্পনা বেশ পুরনো ৷ গত মাসে হোয়াটস অ্যাপ-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার বায়ো থেকে দলের নাম সরিয়ে দেওয়া এবং গেরুয়া শাল গায়ে নয়া ছবি দেওয়ার ঘটনায় তা আরও জোরাল হয় ৷ যদিও সে সময় সেই সম্ভাবনার গুঞ্জন প্রত্যাখ্যান করেছিলেন হার্দিক ৷ মুখে স্বীকার না-করলেও নির্বাচনের কয়েকমাস আগে হার্দিক 'হাতছাড়া' হওয়া গুজরাতে কংগ্রেসের জন্য বড় ধাক্কা ৷

ABOUT THE AUTHOR

...view details