নয়াদিল্লি, 1 মার্চ : অপরাশেন গঙ্গা সফল করতে ইউক্রেনের পথে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি (Union Minister Hardeep Singh Puri) ৷ যাওয়ার আগে বিমান কর্মীদের সঙ্গে তোলা ছবি টুইট করেছেন তিনি ৷ জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের নিরাপদে আনতে যাচ্ছেন তিনি (Hardeep Singh Puri Leaves India to Bring Back Indians from Ukraine) ৷
গতকাল, সোমবার মোদি সরকারের (Modi Government) তরফে চারজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ হরদীপ সিং পুরি তাঁদের একজন ৷ ওই চার মন্ত্রী ইউক্রেনের প্রতিবেশী দেশগুলির সীমান্তে থাকবেন ৷ সেখানে আসা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর ব্যবস্থা করবেন ৷
ভারত সরকারের তরফে পড়ুয়াদের ফিরিয়ে আনার এই মিশনের নাম দেওয়া হয়েছে অপারেশন গঙ্গা (Operation Ganga) ৷ সেই মিশন সফল করতেই রওনা দিলেন হরদীপ সিং পুরি ৷