পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Indians Stranded in Ukraine : ভারতীয় পড়ুয়াদের ফেরাতে ইউক্রেনের পথে মোদির মন্ত্রী - Russia Invades Ukraine

ইউক্রেন থেকে পড়ুয়াদের ফেরানোর জন্য অপারেশন গঙ্গা শুরু করেছে ভারত সরকার (Operation Ganga) ৷ মঙ্গলবার দুপুরে মোদি সরকারের মন্ত্রী হরদীপ সিং পুরি (Modi Government Minister Hardeep Singh Puri) রওনা দিলেন দিল্লি থেকে ৷

hardeep singh puri leaves india to bring back indians from ukraine
Indians Stranded in Ukraine : ভারতীয় পড়ুয়াদের ফেরাতে ইউক্রেনের পথে মোদির মন্ত্রী

By

Published : Mar 1, 2022, 2:15 PM IST

নয়াদিল্লি, 1 মার্চ : অপরাশেন গঙ্গা সফল করতে ইউক্রেনের পথে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি (Union Minister Hardeep Singh Puri) ৷ যাওয়ার আগে বিমান কর্মীদের সঙ্গে তোলা ছবি টুইট করেছেন তিনি ৷ জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের নিরাপদে আনতে যাচ্ছেন তিনি (Hardeep Singh Puri Leaves India to Bring Back Indians from Ukraine) ৷

গতকাল, সোমবার মোদি সরকারের (Modi Government) তরফে চারজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ হরদীপ সিং পুরি তাঁদের একজন ৷ ওই চার মন্ত্রী ইউক্রেনের প্রতিবেশী দেশগুলির সীমান্তে থাকবেন ৷ সেখানে আসা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর ব্যবস্থা করবেন ৷

ভারত সরকারের তরফে পড়ুয়াদের ফিরিয়ে আনার এই মিশনের নাম দেওয়া হয়েছে অপারেশন গঙ্গা (Operation Ganga) ৷ সেই মিশন সফল করতেই রওনা দিলেন হরদীপ সিং পুরি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে (Russia Invades Ukraine) ৷ সেখানকার একের পর এক শহরে হামলা চলছে ৷ ইউক্রেনও পালটা জবাব দিচ্ছে ৷ এই পরিস্থিতিতে সেখানে আটকে পড়েছেন কয়েক হাজার ভারতীয় ৷ তাঁদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া ৷ ডাক্তারি পড়তে তাঁরা সেখানে গিয়েছেন ৷

যুদ্ধ পরিস্থিতি শুরুর আগে অনেকে দেশে ফিরেছেন ৷ আবার অনেকে আসতে পারেননি ৷ যাঁরা আসতে পারেননি, তাঁদের ফেরানোর ব্যবস্থা করছে ভারত সরকার ৷ ইউক্রেনের ভারতীয় দূতাবাস থেকে প্রত্যেক ভারতীয়কে ট্রেন পথে ওই দেশের পশ্চিমপ্রান্তে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বারবার ৷ অনেকে ইতিমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পোল্যান্ড বা অন্য দেশ হয়ে দেশে ফিরেছেন ৷

আরও পড়ুন :Students Left Kyiv by Train : দূতাবাসের কাছেই আশ্রয় নেওয়া 400 ভারতীয় ছাত্র ট্রেনে চড়ে ছাড়লেন কিভ

ABOUT THE AUTHOR

...view details