চণ্ডীগড়, 21 মার্চ : ভারতীয় ক্রিকেট টিমের অনেকেই লোকসভায় গেলেও প্রথমবার রাজ্য়সভার এমপি হয়েছিলেন সচিন তেন্ডুলকর ৷ তবে তিনি ছিলেন মনোনীত ৷ সবকিছু ঠিক থাকলে এবার ভারতীয় দল থেকে দ্বিতীয় সদস্য পেতে চলেছে সংসদের উচ্চকক্ষ ৷ সম্প্রতি পঞ্জাবে রাজ্যসভার পাঁচটি আসন খালি হয়েছে ৷ তারই একটিতে হরভজন সিংয়ের নাম প্রস্তাব করেছে নবনির্বাচিত আম আদমি পার্টি (Harbhajan Singh files his nomination as AAP Candidate in Rajya Sabha ) ৷
পঞ্জাবের 117টি বিধানসভা আসনের মধ্যে 92টিতে জয়লাভ করেছে আম আদমি পার্টি ৷ 2017 সালের থেকে এক লাফে অনেকটা পড়ে গিয়েছে কংগ্রেসের ভোটব্যাঙ্ক ৷ ফলে অঘটন না ঘটলে হরভজনের রাজ্যসভায় যাওয়া এখন সময়ের অপেক্ষা ৷ ভাজ্জি বলেন, ‘‘আমার জন্য একটা বড় দিন । আমার লক্ষ্য প্রধানত খেলাধুলার প্রসার ঘটানো ৷ একটা স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করতে চাইব ৷ পাশাপাশি চেষ্টা করব যাতে সব ক্ষেত্রেই পঞ্জাবের মানুষ উন্নত পরিকাঠামো পায় ।”