পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Harbhajan singh Retires : সব ধরনের ক্রিকেট থেকে অবসর ভাজ্জির - Harbhajan singh Retires

সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ভারতের অফ স্পিনার হরভজন সিং (Spinner Harbhajan Singh announces his Retirement form all forms of Cricket) ৷

Harbhajan singh Retires
সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ভাজ্জির

By

Published : Dec 24, 2021, 3:09 PM IST

Updated : Dec 25, 2021, 8:20 AM IST

জলন্ধর, 24 ডিসেম্বর : ভারতীয় দল থেকে বিদায় নিয়েছিলেন আগেই, ব্রাত্য হয়ে পড়েছিলেন আইপিএল থেকেও ৷ এমনকি কলকাতার দলে থাকা সত্ত্বেও গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি ৷ আর এবার সমস্ত ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ভারতের অফ স্পিনার হরভজন সিং (Spinner Harbhajan Singh announces his Retirement form all forms of Cricket) ৷ 2001 সালে কলকাতায় অজিদের সামনে বিধ্বংসী হ্যাটট্রিক হোক বা বিদেশের সবুজ পিচে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাওয়াই, ভাজ্জি ছিলেন অধিনায়কদের প্রথম পছন্দের তালিকায় অন্য়তম ৷ সৌরভ হন বা ধোনি, প্রত্যেকের কাছেই 'গো টু বোলার' ছিলেন তিনি ৷

1998 সালে ভারতীয় জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন এই স্পিনার ৷ তবে মূলত সৌরভের হাত ধরেই রূপকথার কথাকার হয়ে ওঠেন তিনি ৷ ভারতের হয়ে 103 টেস্টে মোট 417টি, 236টি একদিনের ম্যাচে 269টি এবং 28 টি টি-টোয়েন্টিতে মোট 25টি উইকেট শিকার করেছেন হরভজন ৷ এছাড়া 163টি আইপিএল ম্যাচে 150 বার ব্যাটসম্যানদের সাজঘরে ফিরিয়েছেন তিনি ৷ তবে ভাজ্জির সবচেয়ে বড় কৃতিত্বের মধ্যে অন্যতম হল, 2007 সালে টি-টোয়েন্টি এবং 2011 সালে ভারতকে একদিনের ক্রিকেট বিশ্বকাপের ট্রফি এনে দেওয়া ৷ দু‘বারই বিশ্বজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি ৷

আরও পড়ুন : প্রোটিয়া সফরে টেস্টে ভারতীয় ব্যাটারদের সেরা পাঁচটি ইনিংস

শুক্রবার অবসরের কথা জানিয়ে টুইটারে তিনি লেখেন, "সব ভাল জিনিসই একদিন শেষ হয় ৷ আজ এমন একটা খেলাকে বিদায় জানাচ্ছি যা আমাকে সমস্ত কিছু দিয়েছে ৷ সেই সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই, যাঁরা এই 23 বছরের সফরকে স্মরণীয় করে তুলতে সাহায্য করেছে ৷ "

Last Updated : Dec 25, 2021, 8:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details