পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

UPSC Topper Ishita Kishore: প্রথম দুবার প্রিলিমে ব্যর্থ, তৃতীয় প্রচেষ্টায় দেশের সেরা; সক্রিয় ক্রীড়াবিদ ঈশিতাকে জানুন

ইউপিএসসি-র পরীক্ষায় দেশের সেরা ঈশিতা কিশোর বাণিজ্যে স্নাতক ৷ উপদেষ্টা সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়ং-এ কাজ করেন তিনি । ঈশিতা একজন সক্রিয় ক্রীড়াবিদ ৷

UPSC Topper Ishita Kishore
UPSC Topper Ishita Kishore

By

Published : May 23, 2023, 6:26 PM IST

Updated : May 23, 2023, 6:37 PM IST

তৃতীয় প্রচেষ্টায় দেশের সেরা ঈশিতা

নয়াদিল্লি, 23 মে: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম দু বারের চেষ্টায় প্রিলিমে ব্যর্থ হয়েছিলেন ৷ তিনিই তৃতীয় প্রচেষ্টায় সিভিল সার্ভিস পরীক্ষা (সিএসই) 2022-এ গোটা দেশে শীর্ষ স্থান দখল করে নিলেন ৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যে স্নাতক ঈশিতা কিশোর । দেশের সেবা করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি ৷

মঙ্গলবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) 2022 সালের সিভিল সার্ভিস পরীক্ষার ফল ঘোষণা করে জানায় যে, প্রথম হয়েছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ঈশিতা কিশোর ৷ পরীক্ষার প্রথম চারজনই মেয়ে ৷ গরিমা লোহিয়া, উমা হারাথি এন এবং স্মৃতি মিশ্র এই পরীক্ষায় যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ হয়েছেন ৷ গরিমা লোহিয়া ও স্মৃতি মিশ্র দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ৷ আর উমা হারাথি এন আইআইটি-হায়দরাবাদ থেকে বি টেক করেছেন ৷ সফল শীর্ষ 25 জনের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াও রয়েছেন ৷

ঈশিতা কিশোরের ঐচ্ছিক বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক ৷ দিল্লি বিশ্ববিদ্যালয় অনুমোদিত শ্রী রাম কলেজ অফ কমার্স থেকে 2017 সালে অর্থনীতিতে স্নাতক হন ঈশিতা ৷ পড়াশোনা শেষ করার পর, তিনি বহুজাতিক পরিষেবা অংশীদারিত্ব সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়ং-এর রিস্ক অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত ছিলেন ৷

এই সাফল্যে উচ্ছ্বসিত ঈশিতা সংবাদ সংস্থা পিটিআই-কে তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, "আমি খুব খুশি যে আমি আমার দেশের জন্য সেবা করার সুযোগ পেয়েছি এবং আমি আশা করি আমি ভালোভাবে এই কাজ করতে পারব ৷"

ছোট থেকেই খেলাধূলার খুব শখ ঈশিতার ৷ তিনি একজন সক্রিয় ক্রীড়াবিদ ৷ স্কুলের জীবন থেকেই সেরা পারফর্মার ছিলেন ৷ তবে সিভিল সার্ভিসে ক্র্যাক করা খুব একটা সহজ হয়নি তাঁর জন্য । প্রথম দুটি প্রচেষ্টায় প্রিলিম পর্বই পেরোতে সক্ষম হননি ঈশিতা । তবে হাল ছাড়েননি তিনি ৷ বরং আরও দৃঢ় সংকল্প নিয়ে এগিয়েছিলেন তৃতীয় বারের জন্য ৷ আর এ বার শুধু সফলই নন, দেশের সেরা হয়ে দেখালেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের এই স্নাতক ৷

সিভিল সার্ভিস পরীক্ষা বার্ষিক তিনটি পর্যায়ে হয় - প্রিলিম, মেইন এবং ইন্টারভিউ । ভারতীয় প্রশাসনিক পরিষেবা (আইএএস), ভারতীয় বৈদেশিক পরিষেবা (আইএফএস) এবং ভারতীয় পুলিশ পরিষেবা (আইপিএস) ও অন্যান্য ক্যাডারের আধিকারিকদের নির্বাচন করার জন্য এই পরীক্ষার আয়োজন করে ইউপিএসসি ৷

2022 সালের সিভিল সার্ভিস পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন গরিমা লোহিয়া ৷ তিনিও দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরিমাল কলেজ থেকে বাণিজ্যের স্নাতক ৷ অন্যদিকে তৃতীয় স্থানাধিকারী উমা হারাথি এন একজন বি টেক । মর্যাদাপূর্ণ আইআইটি, হায়দ্রাবাদ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক তিনি । আর চতুর্থ স্থানে থাকা স্মৃতি মিশ্র একজন বিএসসি । দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউস কলেজ থেকে স্নাতক পাশ করেছেন তিনি ।

সিভিল সার্ভিস প্রিলিম পরীক্ষা 2022 গত বছরের 5 জুন অনুষ্ঠিত হয়েছিল । মোট 11,35,697 জন পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন, যাঁদের মধ্যে 5,73,735 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন । 2022 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় মেইন পরীক্ষা ৷ তাতে অংশ নেওয়ার জন্য মোট 13,090 জন প্রার্থী যোগ্য হয়েছিলেন । তাঁদের মধ্যে থেকে মোট 2,529 জন প্রার্থী ব্যক্তিত্ব পরীক্ষার জন্য যোগ্য হন । সবশেষে যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন 933 জন পরীক্ষার্থী ৷

আরও পড়ুন:সিভিল সার্ভিসে প্রথম চারই মেয়ে, টপার ঈশিতা কিশোর; শীর্ষ 25-এ যাদবপুরের পড়ুয়া

Last Updated : May 23, 2023, 6:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details