শাহাজানপুর (উত্তরপ্রদেশ), 31 ডিসেম্বর: লখনউ-দিল্লি জাতীয় সড়কে অবস্থিত কাছিয়ানি খেদার হনুমান মন্দির স্থানান্তরের কাজ শুরু হয়েছে (Hanuman Temple of Kachhiani Kheda Moved Back 8 Feet) ৷ জাতীয় সড়ক চওড়া করা হবে ৷ সেই কারণে মন্দির বর্তমানে যে জায়গায় অবস্থিত সেই জমির দখল নিচ্ছে কেন্দ্র ৷ সেই কারণে কাছিয়ানি খেদার হনুমান মন্দির সরিয়ে নেওয়া হচ্ছে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, মন্দিরটিকে জ্যাকের সাহায্য মূল ভিত থেকে 8 ফুট পিছনে সরানো হয়েছে ৷
জানা গিয়েছে, কেন্দ্রের তরফে লখনউ থেকে দিল্লিগামী জাতীয় সড়ক চওড়া করার কাজ চলছে ৷ যার জন্য সরকারকে জাতীয় সড়কের পাশে বেশ কিছুটা জমি দখল করতে হচ্ছে ৷ আর সেই দখল প্রক্রিয়ার মধ্যে চলে এসেছে লখনউ-দিল্লি জাতীয় সড়কের পাশে অবস্থিত কাছিয়ানি খেদার হনুমান মন্দির ৷ সেই কারণ, মন্দিরটিকে না ভেঙে বর্তমান আধুনিক পদ্ধতিতে ভিত থেকে আলাদা করে পিছনের দিকে তুলে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে ৷ আর দ্রুতার সঙ্গে চলা এই কাজে এখনও পর্যন্ত মূল ভিত থেকে হনুমান মন্দিরটিকে 8 ফুট পিছনে নিয়ে যাওয়া হয়েছে ৷
চলছে হনুমান মন্দির সরানোর কাজ মন্দিরটি সরানোর জন্য, হরিয়ানার ‘জয় দূর্গে লিফটিং এবং শিফটিং কোম্পানি’ মন্দিরের নীচে একটি চ্যানেল নেট বিছিয়ে সেটিকে জ্যাকের সাহায্যে ধীরে ধীরে পিছনের দিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে ৷ এই হনুমান মন্দিরটি প্রায় 15 বর্গ মিটারের মধ্যে অবস্থিত ৷ আয়তনে 64 ফুট দীর্ঘ ও 36 ফুট চওড়া এই মন্দিরটিকে পিছনের দিকে সরানো হচ্ছে ৷ এই কাজ হয়ে গেলে সেখানে থাকা হনুমানের বিশাল মূর্তিটিকে আবারও বসিয়ে দেওয়া হবে ৷ জানা গিয়েছে, পুরো মন্দিরটিকে সরাতে প্রায় 1 মাস সময় লাগবে ৷ আর এই স্থানান্তরকরণের রূপরেখা তৈরি করতে বেশ কয়েকমাস ধরে কাজ চলেছে ৷
আরও পড়ুন:ভাঙতে নারাজ মালিক, 26 ফুট দূরে সরানো হচ্ছে চারতলা বাড়ি
যে সংস্থা এই কাজের দায়িত্ব পেয়েছে, তাদের এক ইঞ্জিনিয়ার জানিয়েছেন, খুব দ্রুত তারা মন্দিরটিকে তার নতুন নির্ধারিত জায়গায় বসিয়ে দেবেন ৷ এসডিএম তিলহার রাশি কৃষ্ণ জানিয়েছেন, অক্টোবর মাসে হনুমান মন্দির স্থানান্তরের কাজ শুরু হয়েছিল ৷ দীর্ঘ সময় ধরে পরিকল্পনা তৈরি করা ৷ তার পর মন্দিরের উপরের সম্পূর্ণ কাঠামোকে মূল ভিত থেকে আলাদা করা ৷ এমনকি নতুন যে স্থানে মন্দির সরানো হচ্ছে, সেখানে গর্ত খুড়ে ভিত তৈরি করার দীর্ঘ প্রক্রিয়া রয়েছে ৷ তবে, মন্দির সরানোর কাজ একবার শুরু হতেই তা দ্রুততার সঙ্গে সম্পন্ন হচ্ছে বলে জানিয়েছেন এসডিএম ৷