পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Hindu Mahasabha Leader Arrested: শ্রীকৃষ্ণ জন্মভূমির শাহী ইদগাহে হনুমান চালিসা পড়তে গিয়ে গ্রেফতার হিন্দু মহাসভার নেতা - হনুমান চালিসা

মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমির শাহী ইদগাহে হনুমান চালিসা পড়তে (Hanuman Chalisa recital at Shahi Idgah) গিয়ে গ্রেফতার হলেন হিন্দু মহাসভার এক নেতা (Hindu Mahasabha Leader Arrested)৷ সংগঠনের আরও কয়েকজনকে তাঁদের বাড়ি থেকে আটক করা হয়েছে ৷

Hanuman Chalisa recital at Shahi Idgah: Police arrests Hindu Mahasabha leader
শ্রীকৃষ্ণ জন্মভূমির শাহী ইদগাহে হনুমান চালিসা পড়তে গিয়ে গ্রেফতার হিন্দু মহাসভার নেতা

By

Published : Dec 6, 2022, 2:23 PM IST

মথুরা, 6 ডিসেম্বর:মথুরায় শ্রী কৃষ্ণ জন্মভূমির শাহী মসজিদ ইদগাহে হনুমান চালিসা পাঠ (Hanuman Chalisa recital at Shahi Idgah) করতে যাওয়ার অভিযোগে গ্রেফতার করা হল অখিল ভারত হিন্দু মহাসভার এক নেতাকে (Hindu Mahasabha Leader Arrested)৷ আধিকারিকরা জানিয়েছেন, ওই সংগঠনের আরও সাত-আটজন নেতাকে মথুরার বিভিন্ন থানায় তাঁদের বাড়ি থেকে আটক করা হয়েছে ।

অখিল ভারত হিন্দু মহাসভা বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী উপলক্ষে শাহী মসজিদ ইদগাহের ভিতরে হনুমান চালিসা পাঠের ডাক দিয়েছিল । অতিরিক্ত পুলিশ সুপার (শহর) মার্তান্ডে সিং বলেছেন যে, অখিল ভারত হিন্দু মহাসভার আগ্রা অঞ্চলের ইনচার্জ সৌরভ শর্মা যখন কমপ্লেক্সের ইদগাহ মসজিদের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, তখন তাঁকে গ্রেফতার করা হয় । তিনি জানিয়েছেন, বাড়ি থেকে এই সংগঠনের যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে নেই মহাসভার সভাপতি রাজশ্রী চৌধুরী এবং কোষাধ্যক্ষ দীনেশ শর্মা ৷ এই দুজনের সম্পর্কে পুলিশের কাছে কোনও তথ্য নেই । 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস করেছিলেন করসেবকরা ৷

এএসপি বলেন, এই সংগঠন মঙ্গলবার ইদগাহে হনুমান চালিসা পাঠের ডাক দেওয়ায় নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে ওই এলাকায় ৷ জেলা ম্যাজিস্ট্রেট পুলকিত খারে সোমবার রাতে শ্রীকৃষ্ণ জন্মভূমি-ইদগাহ কমপ্লেক্সে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন ৷ সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শৈলেশ কুমার পান্ডে বলেছেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হতে দেওয়া হবে না । সোশ্যাল মিডিয়াতেও কড়া নজর রাখা হচ্ছে বলে জানান তিনি ।

আরও পড়ুন:শ্রীকৃষ্ণ জন্মভূমির শাহী ইদগাহে হনুমান চালিশা পাঠের অনুমতি চেয়ে যোগীকে রক্তে লেখা চিঠি

এসএসপি সোমবার বলেছিলেন যে, কোনও আচার অনুষ্ঠান করতে দেওয়া হবে না । সুপ্রিম কোর্টের আদেশ অনুসরণ করা হবে এবং সিআরপিসির 144 ধারার অধীনে নিষেধাজ্ঞামূলক আদেশগুলি নিশ্চিত করা হবে বলে জানান তিনি ৷

গত বছরও শ্রীকৃষ্ণ জন্মভূমির শাহী মসজিদ ইদগাহে হনুমান চালিসা পাঠ করার ডাক দিয়েছিল অখিল ভারত হিন্দু মহাসভা ৷ তবে জেলা প্রশাসনের তৎপরতায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায় ৷

ABOUT THE AUTHOR

...view details