পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তেজস তৈরিতে হ্যালকে 36 হাজার কোটি টাকার বরাত মোদি সরকারের - বায়ুসেনা

Tejas Fighter Aircraft: শনিবার বেঙ্গালুরুতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল-এ যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি সেখানে তেজসেও সফর করেন ৷ পরে হ্যালের তরফে জানানো হয়েছে, মোদি সরকার তেজস তৈরিতে হ্যালকে আরও 36 হাজার কোটি টাকার বরাত দিয়েছে ৷ এক্ষেত্রে বায়ুসেনাকে হ্যাল 83টি তেজস সরবরাহ করবে ৷

PC : Narendra Modi X
PC : Narendra Modi X

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 4:14 PM IST

Updated : Nov 25, 2023, 5:03 PM IST

নয়াদিল্লি, 25 নভেম্বর: হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যালকে 36 হাজার 468 কোটি টাকার বরাত দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার ৷ শনিবার হ্যালের তরফে সরকারিভাবে এই তথ্য দেওয়া হয়েছে ৷ এ দিন প্রধানমন্ত্রী সেখানে যান ৷ সেখানে তেজসের ককপিটে বসে আকাশেও ওড়েন ৷ তার পরই জানা যায় যে 83টি এলসিএ এমকে 1এ তেজস যুদ্ধবিমান সরবরাহ করার জন্য কেন্দ্রের তরফে বরাত দেওয়া হয়েছে হ্যালকে ৷

এই তেজস যুদ্ধবিমান সরবরাহ করার কাজ 2024 সালের ফেব্রুয়ারির মধ্যে শুরু হওয়ার কথা ৷ প্রতিরক্ষা ক্ষেত্রে দেশে তৈরি জিনিসের ব্যবহার বাড়ছে ৷ সমরাস্ত্র থেকে যুদ্ধবিমান তৈরি, সবক্ষেত্রেই দেশ এ গিয়ে চলেছে ৷ নতুন করে তেজসের বরাত দেওয়া তারই অঙ্গ ৷ তেজস প্রথমবার বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয় 2016 সালে ৷ হ্যালের তরফে জানানো হয়েছে যে এখন বায়ুসেনার দু’টি স্কোয়াড্রানে এই তেজস যুদ্ধবিমান ব্যবহার করা হয় ৷

তেজসে মোদির উড়ান

হ্যালের তরফে জানানো হয়েছে যে এলসিএ এমকে 2 তৈরিতে ইতিমধ্যে 9 হাজার কোটি টাকা বরাদ্দও করা হয়েছে ৷ নয়া এই যুদ্ধবিমান আগের এলসিএ তেজসের চেয়ে অনেক হালকা ৷ বিমানের ইঞ্জিন-সহ স্বদেশীকরণকে আরও বৃদ্ধি করার জন্য ভারতে জিই ইঞ্জিন তৈরির প্রযুক্তি হস্তান্তরের জন্য 2023 সালের জুন মাসে প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় সেখানকার একটি সংস্থার সঙ্গে আলোচনাও করা হয় বলে হ্যালের তরফে জানানো হয় ৷

তেজসে মোদির উড়ান
তেজসে মোদির উড়ান

উল্লেখ্য, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেঙ্গালুরুতে হ্যালের দফতরে যান ৷ সেখান থেকেই তেজসের ককপিটে বসে আকাশে ওড়েন ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় তিনি একাধিক ছবি পোস্ট করেন ৷ এই উড়ানের অভিজ্ঞতার কথাও তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. 83 টি যুদ্ধবিমান তৈরির আনুষ্ঠানিক বরাত পেল হ্যাল
  2. সীমান্ত সুরক্ষায় ভারত আর অন্য দেশের উপর নির্ভরশীল নয় : রাজনাথ
  3. শত্রুপক্ষকে নিমেষে ধ্বংস করতে পারে তেজস
Last Updated : Nov 25, 2023, 5:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details