নয়াদিল্লি, 15 জুন : 2021 সালে হজে যাওয়ার জন্য যে আবেদন জমা পড়েছিল, সেগুলি বাতিল করে দিল ভারতের হজ কমিটি ৷ সৌদি আরবের তরফে বিদেশি তীর্থযাত্রীর জন্য এবার হজের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ করোনা অতিমারির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই দেশের তরফে জানানো হয়েছে ৷ সেই বিষয়টি জানার পর হজ কমিটির তরফে এই ঘোষণা করা হয়েছে ৷
আরও পড়ুন :কেন্দ্রকে ডোজপ্রতি 150 টাকায় কোভ্যাকসিন বিক্রি করা কঠিন : ভারত বায়োটেক
সৌদি আরবের তরফে এবার হজে 60 হাজার তীর্থযাত্রীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ৷ ওই তীর্থযাত্রীদের সকলকেই সেখানকার নাগরিক কিংবা বাসিন্দা হতে হবে ৷ বয়সের সীমা বেঁধে দেওয়া হয়েছে ৷ 18 থেকে 65 বছর বয়সীদেরই হজের অনুমতি দেওয়া হয়েছে ৷ যাঁরা অংশ নিতে চাইবেন তাঁদের কোনও দীর্ঘমেয়াদী রোগ থাকা চলবে না ৷ আর অবশ্যই ভ্যাকসিন নিতে হবে ৷