পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেরালার দুই জেলায় বার্ড ফ্লুয়ের প্রকোপ - কেরলের দুই জেলায় বার্ড ফ্লুয়ের প্রকোপ

মন্ত্রী কে রাজু জানান, এখনও পর্যন্ত যা হিসেব কষা হয়েছে তাতে 48 হাজার পাখি মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর মালিকদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

H5N8 Bird flu gets confirmed in two places in Kerala
কেরলের দুই জেলায় বার্ড ফ্লুয়ের প্রকোপ

By

Published : Jan 4, 2021, 6:53 PM IST

তিরুঅনন্তপুরম, 4 জানুয়ারি :কেরালায় বার্ড ফ্লু ধরা পড়ল। কেরালার আলাপুঝা ও কোট্টায়ামে এই রোগের সন্ধান পাওয়া গিয়েছে। এর আগে ভোপালে নমুনা পাঠানো হয়েছিল। সেখানেই পরীক্ষার পর নমুনাগুলিতে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার সাব টাইপ এইচ5এন8 মিলেছে। এই ভাইরাল সংক্রমণ প্রভাব ফেলেছে আলাপুঝা জেলার নেদুমুডি, থাকাজি, পাল্লিপডু ও কারুভাট্টা এবং কোট্টায়াম জেলার নীনদূরে। এই সংক্রমণ আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেরালা বন ও প্রাণীপালন দপ্তরের মন্ত্রী কে রাজু।

তবে এখনও পর্যন্ত কোনও মানুষ এই রোগে আক্রান্ত হননি বলে খবর। মন্ত্রী কে রাজু জানান, এই ভাইরাসে মানুষ আক্রান্ত হবেন কি না, তা এখনও জানা যায়নি। একটি ব়্যাপিড রেসপন্স টিম ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। সেখানে বার্ড ফ্লু আক্রান্ত পাখি মেরে ফেলার কাজ শুরু হয়েছে। যাতে এই রোগ আরও ছড়িয়ে না পড়ে সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে খবর।

আরও পড়ুন:200-র বেশি কাকের মৃত্যু, বার্ড-ফ্লু আতঙ্ক মধ্যপ্রদেশে

মন্ত্রী কে রাজু জানান, এখনও পর্যন্ত যা হিসেব কষা হয়েছে তাতে 48 হাজার পাখি মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর মালিকদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details