পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gym Owner Shot Dead: দিল্লিতে জিমের মালিককে গুলি করে খুন - Delhi gym owner news

জিমের মালিককে গুলি করার ঘটনায় চাঞ্চল্য ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে দিল্লির প্রীত বিহারে (Gym Owner Shot Dead) ৷ ঠিক কী কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ । ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে আততায়ীদের সন্ধান পেতে চাইছেন তদন্তকারীরা ।

Gym Owner Shot Dead
দিল্লিতে জিম মালিককে গুলি খুন

By

Published : Dec 31, 2022, 12:58 PM IST

Updated : Dec 31, 2022, 1:13 PM IST

দিল্লি, 31 ডিসেম্বর: জিমের মালিককে গুলি করার ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজধানীতে (Gym Owner Shot Dead in Delhi) ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে দিল্লির প্রীত বিহারে ৷ মৃতের নাম মহেন্দ্র আগরওয়াল (45) ৷ জানা গিয়েছে, শুক্রবার সন্ধেবেলা তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্রীত বিহারে মহেন্দ্র আগরওয়ালের অফিসে গিয়ে তাঁকে গুলি করে ৷ ঘটনাস্থলেই তিনি মারা যান । এরপর সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ শুধু তাই নয়, যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ফুটেজও নিয়ে যায় ।

পুলিশের অনুমান, এই জিমে আততায়ীরা আগে এসেছিল । কোন জিনিস কোথায় রাখা থাকে সেটা তাদের জানা ছিল । আর তাই তারা এটাও জানতে জিমে থাকা সিসিটিভি ক্যামেরারে ফুটেজ কোথায় সংরক্ষণ করা হয় । তাই যাওয়ার সময় সেটাও নিয়ে গিয়েছে । আর এই কারণেই তাঁদের শনাক্ত করা যায়নি ৷ খবর পেয়ে পূর্ব দিল্লি জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । ঘটনাস্থলে ফরেনসিক দলকেও ডাকা হয়েছে । এছাড়া অভিযুক্তদের শনাক্ত করার জন্য আশেপাশে লাগানো সিসিটিভি ফুটেজ স্ক্যান করা হচ্ছে । নিহত মহেন্দ্র আগরওয়াল ছিলেন এনার্জি ফিটনেসের ব্যবস্থাপনা পরিচালক । পাশাপাশি বেশ কয়েকটি জিম এবং স্পা চালাতেন এবং জিম সরঞ্জাম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন । কোনও ব্যবসায়ীক শত্রুতা থেকে এই ঘটনা ঘটেছে নাকি এর নেপথ্যে অন্য কোনও ঘটনা আছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ । কয়েকটি সূত্র ধরে তদন্ত চলছে । তবে এভাবে একজনের অফিসে ঢুকে গুলি চালিয়ে খুন করে দুষ্কৃতীরা বিনা বাধায় কীভাবে পালিয়ে যেতে পারল সেটাও ভাবাচ্ছে তদন্তকারীদের ।

আরও পড়ুন:কালিয়াচকে জনবহুল রাজ্য সড়কে ব্যক্তিকে গুলি করে খুন, এলাকায় আতঙ্ক

Last Updated : Dec 31, 2022, 1:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details