বারাণসী, 7 অক্টোবর: জ্ঞানবাপী মসজিদ প্রাঙ্গণে (Gyanvapi Mosque Case) 'শিবলিঙ্গ'-এর কার্বন ডেটিং চাওয়া আবেদনের রায় ঘোষণা পিছিয়ে দিল বারাণসী আদালত (Varanasi court)। আজ এই আদালতের সবচেয়ে সিনিয়র বিচারক রায়দানের জন্য আরও চারদিন সময় নিয়েছে ৷ জানানো হয়েছে, এই মামলার রায়দান হবে আগামী 11 অক্টোবর (Verdict on Shivling carbon dating)৷
জ্ঞানবাপী মসজিদ থেকে যে কাঠামো মিলেছে, তাকে হিন্দুরা শিবলিঙ্গ বলে দাবি করলেও তার কার্বন ডেটিং অর্থাৎ বিজ্ঞানভিত্তিক তদন্তের দাবিতে আদালতে আবেদন জানিয়েছে মুসলিম সংগঠন অঞ্জুমন ইনতেজামিয়া কমিটি ৷ এই মামলার রায়দান 11 অক্টোবর পর্যন্ত পিছিয়ে দিয়েছে বারাণসী আদালত ৷
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু জৈন জানিয়েছেন, "আদালত আমাদের থেকে দুটি বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে ৷ একটি হল জ্ঞানবাপী মসজিদ থেকে যে কাঠামো পাওয়া গিয়েছে তা এই স্যুটের বিষয় কি না ? আর দ্বিতীয় হল বিজ্ঞানভিত্তিক তদন্তের জন্য আদালত কি কমিশন গঠন করতে পারে ? আমরা আমাদের জবাব দিয়েছি ৷" মুসলিম পক্ষ তাদের জবাব দেওয়ার জন্য কিছু সময় চেয়েছে ৷ 11 অক্টোবর আদালত ফের এই মামলা শুনবে ৷ সেই দিনই বারাণসী জেলা জজ অজয় কৃষ্ণ বিশ্বেশ এ ব্যাপারে রায়দান করবেন ৷