পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Gyanvapi Case: পাকিস্তান থেকে ফোনে খুনের হুমকি পেয়েছেন, দাবি জ্ঞানবাপী মামলায় আবেদনকারীর স্বামীর - Sohan Lal Arya

মার্চ আর জুলাইয়ে ফোনে জ্ঞানবাপী মামলাটি তুলে নিতে বলা হয়েছিল বলে দাবি ৷ অগস্ট মাসেও পাকিস্তানের একই নম্বর থেকে মিসড কল পান সোহন লাল ৷ তাঁর স্ত্রী শৃঙ্গার-জ্ঞানবাপী মসজিদ মামলাকারীর অন্যতম আবেদনকারী (Gyanvapi Case) ৷

Baranasi Gyanvapi Case
জ্ঞানবাপী মসজিদ

By

Published : Aug 18, 2022, 8:04 AM IST

বারাণসী, 18 অগস্ট: প্রাণনাশের হুমকি পেলেন মামলকারী মহিলার স্বামী ৷ শৃঙ্গার-জ্ঞানবাপী মামলার 5 জন মহিলা আবেদনকারীর মধ্যে অন্যতম লক্ষ্মী দেবী ৷ তাঁর স্বামী সোহন লাল আর্যের ফোনে 'সির টান সে জুড়া' অর্থাৎ মাথা কেটে নেওয়ার হুমকি আসে পাকিস্তানের একটি নম্বর থেকে ৷ তবে যে ফোন করেছে, তার পরিচয় জানা যায়নি ৷ এমনটাই দাবি করেছেন সোহন লাল । বারাণসীতে এফআইআরও দায়ের করেছেন তিনি (Gyanvapi Case Husband of plaintiff claims to gets death threat from Pakistan) ৷ স্থানীয় পুলিশ আধিকারিক অনিল সাহু বলেন, "সোহন লাল আর্যর কাছ থেকে অভিযোগ পেয়ে আমরা অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছি ৷ তিনি মৃত্যুর হুমকি পাচ্ছেন বলেন অভিযোগ জানিয়েছেন ৷"

ফোনে সোহন লালকে স্লোগান দেওয়া হয়, "সির টান সে জুড়া" অর্থাৎ রাজস্থানের উদয়পুরে কানহাইয়া লালের সঙ্গে যেমনটা হয়েছে, তেমন পরিণতি হবে তাঁরও, জানালেন লক্ষ্মী দেবীর স্বামী ৷ তিনি বলেন, "তারা ফোনে এই মামলাটি প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছে ৷ না হলে পরিণতি আরও খারাপ হবে বলেও হুমকি দিয়েছে ৷" প্রথমে 19 মার্চ এবং পরে 20 জুলাই একই নম্বর থেকে ফোন আসে তাঁর কাছে ৷ নম্বরটি পাকিস্তানের ৷ এছাড়া 3 অগস্ট একটি মিসড কলও পেয়েছেন সোহন লাল ৷ সেটি খেয়াল করেন তাঁর স্ত্রী লক্ষ্মী দেবী ৷ একের পর এক হত্যার হুমকি আসায় তিনি বিষয়টি পুলিশ কমিশনার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাতে বাধ্য হন ৷

আরও পড়ুন: নিম্ন আদালতের অবস্থান জেনেই রায় ঘোষণা, জ্ঞানবাপী মসজিদ মামলায় জানাল সুপ্রিম কোর্ট

রাখি সিং বনাম উত্তরপ্রদেশ এবং অন্যদের মধ্যে একটি মামলা চলছে ৷ এত 5 জন মহিলা জ্ঞানব্যাপী চত্বরে শৃঙ্গার গৌরি এবং অন্য দেব-দেবীদের পুজো করার অধিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ৷ জেলা বিচারক অজয় কৃষ্ণা বিশ্বেশ্বার এজলাসে আজই জ্ঞানব্যাপী মামলার শুনানির কথা রয়েছে ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details