পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Woman Poisons Stepson: ফিক্সড ডিপোজিট হস্তগত করতে সৎ ছেলেকে বিষ খাইয়ে হত্যা, যাবজ্জীবন কারাদণ্ড মহিলার

শিশুপুত্রকে বিষ খাইয়ে মেরে ফেলার অপরাধে সৎ মাকে (Woman Poisons Stepson) যাবজ্জীবন কারাদণ্ডের (Life imprisonment) শাস্তি দিল গোয়ালিয়রের আদালত (Gwalior Woman poisons stepson awarded life)৷

Court order ETV Bharat
আদালতের রায়

By

Published : Jan 10, 2023, 12:22 PM IST

গোয়ালিয়র, 10 জানুয়ারি:আট বছরের সৎ পুত্রকে বিষ খাইয়ে মেরে ফেলার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড (Life imprisonment) হল এক মহিলার ৷ সোমবার তাঁকে এই সাজা শুনিয়েছে গোয়ালিয়রের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (Woman Poisons Stepson)৷ আট লাখার ফিক্সড ডিপোজিট দখল করার জন্য সৎ শিশুপুত্রকে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগে আরাধনা ওরফে জুলি পরিহারকে দোষী সাব্যস্ত করেছে আদালত (Gwalior Woman poisons stepson awarded life)৷

সরকারি আইনজীবী জানিয়েছেন, নিতিনের নিজের মা সীমা পরিহারের পথ দুর্ঘটনায় মৃত্যু হওয়ার পর 12 লাখ টাকা পেয়েছিলেন নিতিনের বাবা রাজু পরিহার ৷ তিনি তাঁর ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য তাঁর নামে সেই টাকা থেকে 8 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দেন ৷ এরপর রাজু বিয়ে করেন জুলির সঙ্গে ৷ নিতিনের নামে যে টাকা রাখা আছে, সে সম্পর্কে জানতে পারেন জুলি । তখন তিনি সেই টাকা হস্তগত করতে তাঁর সৎ ছেলেকে হত্যা করার ছক কষা শুরু করে ৷ 2021 সালের 22 সেপ্টেম্বর তিনি চায়ের মধ্যে বিষাক্ত কিছু মিশিয়ে সেটি খাওয়ান নিতিনকে ৷ সেই সময় জুলির স্বামী রাজু কাজের কারণে বাড়ির বাইরে ছিলেন ৷

বাড়ি ফিরে রাজু তাঁর ছেলে নিতিনকে অসুস্থ অবস্থায় দেখতে পান । নিতিন তাঁর বাবাকে জানায় যে, জুলি তাকে চা খাওয়ানোর পর থেকেই সে অসুস্থ হয়ে পড়েছে । তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে একটি বিশেষ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিতিন ৷ তার বক্তব্যের ভিত্তিতে, রাজু তাঁর স্ত্রীর বিরুদ্ধে মোরার থানায় একটি অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে ৷ ময়নাতদন্তের রিপোর্টে নিতিনের শরীরে বিষের উপস্থিতি প্রমাণিত হয় ৷ ঘটনাটি তার শেষ বক্তব্যের সঙ্গেও মিলে যায় ৷ সে বলেছিল যে, সৎ মায়ের হাতে বানানো চা খেয়েই সে অসুস্থ হয়ে পড়েছিল ।

আরও পড়ুন:মা বাড়ি নেই ! নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে

আদালতে এই তথ্য শেয়ার করে গোয়ালিয়র জেলার সরকারি কৌঁসুলি ধর্মেন্দ্র শর্মা বলেছেন, "মোট 13 জন সাক্ষী এই মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন । অভিযুক্ত মহিলা জুলি পরিহারকে তাঁর সৎ ছেলেকে বিষ মেশানো চা পান করিয়ে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে । আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details