হায়দরাবাদ, 13 জুন: নেশার ঘোরে কী না ঘটে ? প্রমাণ দিলেন এক ব্যক্তি ৷ কাজের চাপ থেকে রেহাই পেতে দিনের শেষে একটু মদ্যপান করবেন ঠিক করেছিলেন ৷ সেই পানের মাত্রা এবং ঘনঘটা এমনটাই ছিল যে নিজের গাড়িটিই চোরের হাতে তুলে দিয়েছেন ওই ব্য়ক্তি ৷ চোর গাড়ি নিয়ে পালানোর রাত কেটে সকাল হলে পর জানতে পারেন নেশার ঘোরে গাড়িটি খুইয়েছেন তিনি ৷
গুরুগ্রামের কাজ করেন অমিত প্রকাশ ৷ বছর তিরিশের ওই ব্যক্তি সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন ৷ তাই মানসিক চাপ কাটাতে নিজের মতো করে মদ্যপান করবেন বলে ঠিক করেন ৷ কর্মক্ষেত্রের কাছে নিজের গাড়িতে বসেই পান করছিলেন ৷ তখনও জানতেন না এরপর কী কী হতে চলেছে ৷
এক অপরিচিত ব্যক্তি তাঁর সঙ্গে পার্টি করতে চান ৷ অমিতও ভাবলেন, একজনের সঙ্গ পাওয়া যাবে ৷ তিনি ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিটিকে গাড়িতে বসতে দেন ৷ দু'জনে মিলে অমিতের গাড়ির মধ্যেই মদ্যপানের আসর বসান ৷ তা বেশ জমে ওঠে ৷ এর মধ্যেও আগন্তুকের জ্ঞান টনটনে ছিল ৷