শ্রীনগর, 5 জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এই প্রথম একসঙ্গে মিলিত হলেন "পিপল'স অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন" (People's Alliance for Gupkar Declaration, PAGD)-এর সদস্যরা ৷ রবিবার বিকেলে শ্রীনগরে ন্যাশনাল কনফারেন্স (National Conference)-এর সভাপতি ফারুক আবদুল্লা-র (Farooq Abdullah) বাসভবনে এই বৈঠক হয় ৷ নেতৃত্ব দেন ফারুক আবদুল্লা ৷ উপস্থিত ছিলেন পিডিপি-র সভাপতি মেহবুবা মুফতি, ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি (Vice President) ওমর আবদুল্লা, এনপি সাংসদ হাসনাইন মাসুদি, অ্যালায়েন্সের মুখপাত্র ইউসুফ তারিগামি, জম্মু-কাশ্মীরের পিপল'স মুভমেন্ট সভাপতি (Jammu and Kashmir People's Movement) জাভেজ মুসতফা মীর ৷ উল্লেখ্য যে গত 24 জুন দিল্লিতে জম্মু-কাশ্মীরের 14 জন নেতার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
আরও পড়ুন : মোদির উদ্যোগে খুশি হলেও ভূস্বর্গে 370 ফেরানোর দাবিতে অনড় ওমর